এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৭ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় রেলের হকারদের উপর দমনপীড়নের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু (CITU) । তাদের এই বিক্ষোভে সামিল হয় কাটোয়া রেলস্টেশন সহ সংলগ্ন এলাকার হকাররা । সিটুর অভিযোগ যে কর্পোরেট সংস্থাগুলিকে রেলস্টেশনে কিছু অর্থের বিনিময়ে দোকানপাট করার সুযোগ করে দিচ্ছে কেন্দ্র সরকার । অথচ দরিদ্র হকাররদের উপর দমনপীড়ন চালিয়ে উৎখাত করা হচ্ছে । বিক্ষোভ শেষে সিটুর পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি সঞ্চিত মুখোপাধ্যায়, সম্পাদক বিশ্বজিৎ প্রামাণিক এবং সিটুর জেলা কমিটির সদস্য সুজিত রায়সহ একটা প্রতিনিধিদল আরপিএফ ও স্টেশন ম্যানেজারের হাতে একাধিক দাবি সম্বলিত একটি স্মারকলিপি পত্র তুলে দেন । কাটোয়া স্টেশন ম্যানেজার সুপ্রভাত ভট্টাচার্য জানান,দাবিপত্র উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
সিটু সমর্থিত কাটোয়া রেলওয়ে হকার্স ইউনিয়নের দাবি,রেল স্টেশনে পণ্য বিক্রির লাইসেন্স তাদের দিতে হবে । রেল হকারদের কাছ থেকে অকারণ জরিমানা আদায় বন্ধ করতে হবে । উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার রেল হকার ও বস্তিবাসীদের উচ্ছেদ করা চলবে না । যাত্রীদের অসুবিধা না করে এক্সপ্রেস গাড়িতে রেল হকারদের পন্য বিক্রি করতে দিতে হবে।রেল হকারদের উপর রেল প্রশাসনের অত্যাচার বন্ধ করতে হবে।
সিটু আরও দাবি জানিয়েছে,রেল ঠিকা শ্রমিকদের সরকার ঘোষিত মজুরি দিতে হবে। তারা কেন্দ্র সরকারের আনা ৪ টি শ্রম কোডকে “শ্রমিক বিরোধী” আখ্যা দিয়ে অবিলম্বে সেগুলি বাতিল করার দাবি জানান ।।

