আমিরুল ইসলাম,ভাতার,১৮ নভেম্বর : কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় ভাতারে পথ অবরোধ কর্মসুচী পালন করল সিপিএমের শাখা সংগঠন সারা ভারত কৃষক সভা(এআইকেএস)র ভাতার-১ ব্লক কমিটি । বুধবার বিকেলে সংগঠনের সদস্যরা ভাতার থানা এলাকার বলগোনা বাজারে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কপথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে । প্রায় দশ মিনিট ধরে অবরোধ চলে । শেষে নিজেরাই অবরোধ তুলে নেয় । পরে এআইকেএসের পক্ষ থেকে বলগোনা বাজারে একটি পথসভা করা হয় ৷
এদিন বামপন্থী এই সংগঠনের পক্ষে একাধিক দাবি তোলা হয় । তার মধ্যে আয়করের আওতাভূক্ত নয় এমন পরিবারগুলিকে প্রতি মাসে নগদ ৭৫০০ টাকা দেওয়ার ব্যবস্থা করা, কৃষকদের ফসলের সঠিক মুল্য দেওয়া,ন্যায্যমুল্যে ধান কেনার ব্যাবস্থা করা ও সেই টাকা সত্বর কৃষকদের অ্যাকাউন্টে ঢোকানোর ব্যাবস্থা করা প্রভৃতি দাবি তোলা হয় । এদিনের কর্মসুচীতে অংশগ্রহন করেন এআইকেএসের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক ও সিপিআইএম রাজ্য কমিটির অন্যতম সদস্য সৈয়দ হোসেন,সংগঠনের ভাতাড়-১ ব্লক কমিটির সম্পাদক নজরুল হক ,প্রাক্তন বিধায়ক সুভাষ মন্ডল,বামাচরণ বন্দ্যোপাধ্যায়, কবিরুল ইসলাম প্রমুখ ।