শ্যামসুন্দর ঘোষ,বর্ধমান,১২ জুন : সোমবার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব বর্ধমান জেলার বড়শুল । বড়শুল দু’নম্বর ব্লকের সিপিএমের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে গেলে তৃণমূলের লোকজন তাদের পথ আটকায় বলে অভিযোগ । তানিয়ে দুপক্ষের মধ্যে বচসা থেকে ব্যাপক ইট বৃষ্টি শুরু হয় । ঝামেলা থামাতে গিয়ে জখম হয় ৩ পুলিশ কর্মী । একটা আধলা ইঁট উড়ে এসে লাগে শক্তিগড় থানার ওসি দীপক সরকারের মাথায় । তাঁর মাথা ফাটে । এছাড়া একজন পুলিশকর্মীর পায়ে ইঁট লাগে । তাঁকে সহকর্মীরা ঘটনাস্থল থেকে তুলে চিকিৎসার জন্য নিয়ে যায় । অন্য এক পুলিশ কর্মীর হাতে অল্পবিস্তর আঘাত লাগে । সিপিএমের একজন প্রার্থী সহ বেশ কয়েকজন কর্মী ইঁটের আঘাতে জখম হয়েছেন বলে খবর ।
স্থানীয় সূত্রে খবর,এদিন মনোনয়ন জমা দিতে ২টি ম্যাটাডোর গাড়িতে চড়ে বর্ধমান- ২ ব্লক অফিসে যাচ্ছিল বড়শুল দু’নম্বর ব্লকের সিপিএমের প্রার্থী ও সমর্থকেরা । ওই দলটি জাতীয় সড়কের ধরে বড়শুল মোড়ে আসতেই তৃণমূলের বাধার মুখে পড়ে । প্রথমে দু’পক্ষের মধ্যে বচসা বাধে । তারপর একে অপরকে লক্ষ্য করে ব্যাপক ইঁটপাটকেল ছুড়তে শুরু করে । সিপিএমের কর্মীরা দলীয় ঝান্ডা হাতে নিয়ে দাঁড় করিয়ে রাখা বাইক ভাঙচুর চালায় । খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান শক্তিগড় থানার ওসি দীপক সরকার ।
কিন্তু দু’দলের সংঘর্ষের মাঝে এক সময় পুলিশকে কার্যত অসহায় দেখায় । শেষ পর্যন্ত কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ । সংঘর্ষের ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে বলে জানা গেছে ।।