এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১১ জুলাই : ভোট গননার দিনেও অব্যাহত রইল রাজনৈতিক সংঘর্ষ । আজ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের অভিরামপুরে সিপিএম-তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । স্থানীয় সূত্রে জানা গেছে,আউশগ্রাম-২ ব্লকের গননাকেন্দ্র করা হয়েছিল অভিরামপুরে এড়াল উচ্চ বিদ্যালয়ে । ভোট গননার আগে থেকেই সিপিএম-তৃণমূলের কর্মী ও সমর্থকরা গননাকেন্দ্রের আশেপাশে এসে জড়ো হয়েছিল । বিকেল পাঁচটা নাগাদ দুই দলের কর্মীদের মধ্যে হঠাৎ সংঘর্ষ বেধে যায় ।
জানা গেছে,এড়াল উচ্চ বিদ্যালয়ের অদূরেই রয়েছে অভিরামপুর বাজার । বাজারে সড়ক পথের দুই প্রান্তে রয়েছে দুই দলের কার্যালয় । সেখানেই জড়ো হয়েছিল দুই দলের কর্মীরা । দু’দলের লোকজন হঠাৎ পরস্পরের দিকে ইঁটপাটকেল ছুড়তে শুরু করে । তারই মাঝে সিপিএমের আদিবাসী সমর্থকরা তীর ধনুক নিয়ে তেড়ে গেলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে । যদিও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কোনোরকমে পরিস্থিতি সামাল দেয়।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায় এদিন রাত্রি সাড়ে ৮ টা পর্যন্ত আউশগ্রাম-২ ব্লকের ১৪০ টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে তৃণমূল ৪৪ টিতে জয়লাভ করেছে এবং ৪৩ টিতে এগিয়ে আছে । বিজেপি ৮ টিতে জিতেছে এবং ৩ টিতে এগিয়ে । সিপিএম ৮ টিতে জয় এবং এগিয়ে ৭ টি বুথে । ৪ টি বুথে টাই হয়েছে ।।