এইদিন ওয়েবডেস্ক,পশ্চিম বর্ধমান,২৪ জুন :
ভোট পরবর্তী হিংসা সংঘর্ষ অব্যাহত পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বিধানসভা এলাকায় । বুধবার রাতে তৃণমূল-সিপিএমের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে জামুড়িয়া থানার কেন্দা গ্রামে । পাশাপাশি চলে ঘরবাড়ি ভাঙচুর । কয়েকটি বাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থলে কেন্দা ফাঁড়ির পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । সংঘর্ষের জেরে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে । তাঁদের বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে ।
জানা গেছে,বুধবার রাতে কেন্দা গ্রামের বাউরী পাড়ায় সংঘর্ষের ঘটনাটি ঘটে । বাউরী পাড়ার সিংহভাগ পরিবার সিপিএমের সমর্থক । সিপিএমের অভিযোগ, সিপিএমকে সমর্থন করার অপরাধে ওইদিম রাত্রি ১০ টা নাগাদ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা আগ্নেয়াস্ত্র, লাঠি, রড় নিয়ে বাউরী পাড়ায় আচমকা চড়াও হয় । তারা রোহিত বাউরী ও কৃষ্ণা বাউরীকে রাস্তায় ধরে ব্যাপক মারধর করে । সেই সঙ্গে বাড়ি ভাংচুর, লুটপাট চালায় । তিনটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ সিপিএম নেতৃত্বের ।
জানা গেছে, ঘটনার পর বাউরী পাড়ার লোকজন এককাট্টা হয়ে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় । বাউরী পাড়ার লোকজন দলে ভারী থাকায় অপর পক্ষের লোকজন পালিয়ে যায় । এরপর সিপিএমের লোকজন তৃনমূল সমর্থকদের বাড়ির পাঁচিল টপকে ঢুকে পালটা ভাঙচুর চালায় বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের ।
এদিকে ঘটনার খবর পেতেই ছুটে আসে কেঁন্দা ফাঁড়ির পুলিশবাহিনী । এরপর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে । সিপিএমের পক্ষ থেকে এনিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে ।
ঘটনা প্রসঙ্গে জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং বলেন, ‘বিষয়টি খুবই নিন্দনীয়। আমাদের শান্তিপূর্ণ জামুড়িয়াকে অশান্ত করবার চেষ্টা করছে স্বল্প সংখ্যক কিছু লোকজন । তাঁরা যে রাজনৈতিক দলের সাথেই যুক্ত থাকুন পুলিশের তাদের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেবে ।’ পাশাপাশি তিনি উভয়পক্ষকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন ।।