এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৫ জুলাই : সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর সদস্য হওয়ার ‘অপরাধে’ তিনজন রেলহকারের কাজ বন্ধ করে দিয়েছে তৃণমূল সমর্থিত হকার সংগঠনের লোকজন। এমনই অভিযোগ তুলে মঙ্গলবার কাটোয়া শহরে প্রতিবাদ মিছিল করল সিপিএমের শ্রমিক সংগঠন। পাশাপাশি কাটোয়া রেলস্টেশন চত্বরে প্রতিবাদ সভা করে।সভার পর স্মারকলিপি তুলে দেওয়া হয় স্টেশন ম্যানেজারের কাছে। এই আন্দোলনে ছিলেন সিটুর পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম, কাটোয়া শাখার সম্পাদক সুজিত রায় সহ অন্যান্যরা।
সিটুর পক্ষ থেকে এদিন অভিযোগ তোলা হয়েছে পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পর পর থেকেই কাটোয়ায় রেল হকারদের উপর আক্রমণ নেমে এসেছে। সুজিতবাবু বলেন,’আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত তিনজন রেল হকার সদস্য সুরেশ দাস, রমেশ দাস এবং নরেশ দাসকে শাসকদলের লোকজন কাজ করতে দিচ্ছে না। পুরানো একটি মামলা তোলার জন্য তাদের চাপ দেওয়া হচ্ছে। মামলা না তোলা পর্যন্ত কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়েছে ।’
জানা গিয়েছে সুরেশ দাসের বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার টিঁয়া এলাকায়। তাদের সঙ্গে এক প্রতিবেশী পরিবারের সংঘর্ষের ঘটনা ঘটেছিল কয়েকমাস আগে। হামলায় গুরুতর জখম হন সুরেশ বাবু। তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ ওই মামলা তুলে নিতে চাপ দিচ্ছে তৃণমূল । যদিও এই অভিযোগ মানতে চায়নি শাসকদল। তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা বলেন, ‘আমাদের দল প্রতিহিংসার রাজনীতি করে না। সিপিএম অযথা রাজনীতি করছে ।’।