আমিরুল ইসলাম,ভাতাড়,০৭ ফেব্রুয়ারী : ভাতাড়ে ফের সিপিএমে ভাঙন ধরাল বিজেপি । মাস খানেক আগে কলকাতায় গিয়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন ভাতাড়ে সিপিএমের যুবনেতা সৌমেন কার্ফা । এবার তাঁরই হাত ধরে বিজেপিতে যোগদান করলেন ভাতাড় গ্রাম পঞ্চায়েতের সিপিএমের সদস্যা সেবা ঘড়ুই । বিধানসভা ভোটের আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদানের প্রবনতায় চাপে স্থানীয় সিপিএম নেতৃত্ব । যদিও সিপিএমের দাবি,এই যোগদানের ফলে তাদের দলে বিশেষ প্রভাব পড়বে না ।
ভাতাড়ের বেলেন্ডা গ্রামের বাসিন্দা সৌমেন কার্ফা এসএফআইয়ের অবিভক্ত বর্ধমান জেলার সহ-সম্পাদক পদে দায়িত্বে ছিলেন । মাস খানেক আগে তিনি কলকাতায় বিজেপির সদর দপ্তরে গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন । বিজেপিতে যোগদানের পর এদিন প্রথম তিনি নিজের গ্রামে মিছিল ও পথসভা করেন । উপস্থিত ছিলেন ভাতাড় বিধানসভার বিজেপির কনভেনার স্বরুপ গোস্বামী,ভাতাড় ৩৪ জেডপি মন্ডলের সভাপতি সুচিষ্মিতা হাটি প্রমূখ । সৌমেনবাবু জানিয়েছেন,এদিনের পথসভায় দক্ষিণ বেলেন্ডার সিপিএমের পঞ্চায়েত সদস্যা সেবা ঘড়ুই
ছাড়াও বেলেন্ডা গ্রামের তৃণমূল নেতা ডালিম মল্লিক বিজেপিতে যোগদান করেছেন ।
সেবা ঘড়ুই বলেন, ‘সিপিএমে থেকে উন্নয়নমূলক কাজ করতে পারছিলাম না । এছাড়া সৌমেন কার্ফার মত নেতারা যদি সিপিএম ছেড়ে চলে যান তাহলে কি ভরসায় সিপিএমে থাকবো? তাই এদিন সৌমেনবাবুর হাত ধরে বিজেপিতে যোগদান করলাম।’
সৌমেনবাবু জানিয়েছেন,এটা সবে শুরু । আগামী কিছু দিনে সিপিএম ও তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের ঢল নামবে । খুব শীঘ্রই শাসকদলের অনেক পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের দলে যোগদান করবেন ।’
যদিও বিজেপি নেতা সৌমেন কার্ফার এই দাবিকে বিশেষ আমল দিতে নারাজ সিপিএমের এরিয়া কমিটির সদস্য শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘এদিন জনা সাতেক গ্রামবাসী ও দশ পনেরো জন নাবালক নাবালিকাকে নিয়ে মিছিল পথসভা করে বিজেপি । এটাই প্রমান করে যে বিজেপির কোনও জনসমর্থন নেই ।’ পাশাপাশি তাঁর দাবি, ‘বিজেপি টাকার প্রলোভন দেখিয়ে অন্য দলের দু’একজন নেতা বা নেত্রীকে নিজের দলে যোগদান করাচ্ছে । এতে আমাদের দলে অন্তত বিশেষ প্রভাব পড়বে না ।’ একই দাবি করেছেন ও বেলেন্ডা গ্রামের তৃণমূল কংগ্রেসের নেতা বাবলু শেখ ।