এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৬ ডিসেম্বর : শ্রীরাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করল সিপিএম । মন্দির কর্তৃপক্ষের তরফে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির হাতে আমন্ত্রণ পত্র তুলে দেওয়া হয়ে আসা হয়েছিল । কিন্তু সিপিএমের পলিটব্যুরো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সিপিআই(এম) সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। সিপিআই(এম) নীতি হল ধর্মীয় বিশ্বাসকে সম্মান করা এবং প্রত্যেক ব্যক্তির তাদের বিশ্বাস অনুসরণ করার অধিকার রক্ষা করা। এটি বিশ্বাস করে যে রাজনৈতিক লাভের জন্য ধর্মকে একটি হাতিয়ারে রূপান্তরিত না করা একটি ব্যক্তিগত পছন্দ। তাই আমরা অনুষ্ঠানে যোগ দেব না।’
আজ মঙ্গলবার এই বিষয়ে ইয়েচুরি বলেন,’নৃপেন্দ্র মিশ্র এবং বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা আমার সঙ্গে দেখা করে আমার হাতে আমন্ত্রণপত্র তুলে দিয়ে যান । মানুষের ধর্মীয় বিশ্বাসকে আমরা সম্মান করি, সংবিধানে মানুষের নিজেদের ইচ্ছেমতো ধর্মীয় আচরণ পালন করার অধিকার রয়েছে। তবে সংবিধান অনুযায়ী এ দেশ কোনও নির্দিষ্ট ধর্মকে চিহ্নিত করে না । এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক যে বিজেপি এবং আরএসএসের প্রধানমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের সরাসরি অংশগ্রহণে একটি ধর্মীয় অনুষ্ঠানকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিণত করেছে ।জনগণের ধর্মীয় বিশ্বাস নিয়ে রাজনীতি করা হচ্ছে। যা ভারতের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ।’
তিনি আরও বলেন,’সংবিধান অনুসারে, একটি মৌলিক নীতি হল যে প্রশাসনিক বিষয়ে রাষ্ট্রের ধর্মীয় অনুষঙ্গ থাকা উচিত নয়। সুপ্রিম কোর্টের এই অবস্থানটি পুনর্ব্যক্ত করা হয়েছে যে মন্দির উদ্বোধনের অনুষ্ঠানের আয়োজনে ক্ষমতাসীন দলগুলি লঙ্ঘন করছে ।’
অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি ইয়েচুরির বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন,’যাদের ভগবান রাম ডেকেছেন, কেবলমাত্র তারাই অযোধ্যা পর্যন্ত পৌঁছোতে পারবেন। অন্যরা পারবেন না ।’।