এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১২ সেপ্টেম্বর : মার্কসবাদী কমিউনিস্ট পার্টির (সিপিআই(এম)) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে দিল্লির এইমস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর । বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন ইয়েচুরি । গত ১৯ আগস্ট বুকে সংক্রমণ এবং শ্বাসকষ্ট নিয়ে দিল্লির এইমসে(AIIMS) ভর্তি করা হয়েছিল। চলতি সপ্তাহে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল তাকে ৷ এইমসের ডাক্তাররা বলছেন যে ইয়েচুরির ফুসফুসে সংক্রমণ হয়েছিল এবং তার শরীরের অনেক অঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল, তারপরে তিনি মারা যান। মৃত্যুর পরে, ইয়েচুরির পরিবার গবেষণার জন্য তাঁর দেহ এইমসে হাসপাতালে দান করেছে। তথ্য অনুযায়ী, সীতারাম ইয়েচুরির মৃতদেহ আজ বসন্ত কুঞ্জে তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হবে। এরপর আগামীকাল সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে শেষ দর্শনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত দেহটি এইমস-এর কাছে হস্তান্তর করা হবে।
ইয়েচুরি ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যসভার সাংসদ ছিলেন। ২০১৫ সালে, ইয়েচুরি প্রকাশ কারাতের পরে সিপিএমের সাধারণ সম্পাদক হন। তিনি ২০১৮ এবং ২০২২ সালে দুইবার দলের এই পদে পুনর্নির্বাচিত হন । ইয়েচুরির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।।