শেখ মিলন,ভাতাড় ও আউশগ্রাম,০৮ ডিসেম্বর ঃ কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে মঙ্গলবার দেশজুড়ে বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি । বিরোধী দলগুলি কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে । ফলে বনধের প্রভাব পড়েছে ভাতাড় ও আউশগ্রামে । মঙ্গলবার সকাল থেকেই এই দুই জায়গায় রেল ও সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় সিপিএমের কর্মী ও সমর্থকরা ।
ভাতাড়ে এদিন সকালে সিপিএমের কর্মী-সমর্থকরা ভাতার বাজারের নাসিগ্রাম মোড়ে বেশ কিছুক্ষনের জন্য বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক পথ অবরোধ করে রাখে । পরে ভাতাড় রেলস্টেশনে রেল অবরোধ করা হয় । কিছুক্ষনের জন্য আটকে পড়ে কাটোয়াগামী একটি লোকাল ট্রেন ।
ভাতাড়ের পাশাপাশি সড়ক পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসুচী পালন করে সিপিএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার আউশগ্রাম শাখার কর্মী ও সমর্থকরা । এদিন সকালে আউসগ্রামের গুসকরায় বড়া চৌমাথায় এনএইচ-২ জাতীয় সড়ক অবরোধ করে রাখে আউসগ্রামের বিল্লগ্রাম, ভাতারের সাহেবগঞ্জ ১ ও ২ নম্বর ও বনপাস অঞ্চলের কৃষক সভার কর্মী সমর্থকরা । অবরোধের জেরে জাতীয় সড়ক পথে প্রচুর যানবাহন আটকে পড়ে । সৃষ্টি হয় তীব্র জানজটের ৷ ঘন্টাখানেক অবরোধ চলার পর আন্দোলন তুলে নেওয়া হয় ।।
দেখুন ভিডিও :