এইদিন ওয়েবডেস্ক,কেরালা,১০ নভেম্বর : জম্মু-কাশ্মীরে নব্বুইয়ের দশকে চলা কাশ্মীরি পন্ডিতদের গনহত্যার উপর নির্মিত বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইল’ নিষিদ্ধ করার দাবি তুলেছিল কথিত সেকুলার গ্যাং । এবার কেরালার অমুসলিম মহিলাদের লাভ জিহাদের ফাঁদে ফেলে সন্ত্রাসবাদের রাস্তায় যেতে বাধ্য করার ঘটনা অবলম্বনে নির্মিত বিপুল অমৃতলাল শাহের ছবি ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার দাবি তুললো কেরালার সিপিএম ও কংগ্রেস । সিপিএমের রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস কেন্দ্রীয় গৃহমন্ত্রীকে চিঠি লিখে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার টিজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন । তাঁর দাবি,’টিজারটির মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে । যা জনসাধারণের শান্তি নষ্ট করতে পারে এবং কেরালার মানহানি করতে পারে ।’
ওপি ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ছবিটি নিষিদ্ধ করার জন্য কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে । কেরালা বিধানসভায় কংগ্রেসের নেতা ভিডি সতেশান বলেছেন,’আমি টিজার দেখেছি। ছবিটি ভুল তথ্য ছড়াচ্ছে । কেরালায় এমন কিছুই ঘটেনি । অন্য রাজ্যের সামনে কেরলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই ছবিটি তৈরি করা হয়েছে । এটি ঘৃণা ছড়াচ্ছে, তাই এটি নিষিদ্ধ করা উচিত।’ তিনি আরও বলেছেন,’ সাধারণভাবে আমরা চলচ্চিত্র নিষিদ্ধ করার বিপক্ষে, কিন্তু এই ধরনের ভুল তথ্য সাম্প্রদায়িক সমস্যার দিকে নিয়ে যাবে। রাজ্য পুলিশের কাছেও এমন কোনো রেকর্ড নেই ।’
প্রসঙ্গত,বৃহস্পতিবার (৩ নভেম্বর ২০২২) ইউটিউবে কেরালা স্টোরির টিজার প্রকাশিত হয়েছে । ছবিটির ট্রেলারে দেখা যাচ্ছে আন্তর্জাতিক সীমান্তের সামনে একজন মুসলিম নারী তার জীবনের করুন কাহিনী বর্ণনা করছেন । বোরখা পরিহিতা অভিনেত্রী আদা শর্মা কাঁদতে কাঁদতে বলছেন,’আমার নাম ছিল শালিনী উন্নীকৃষ্ণান । একজন নার্স হিসাবে আমি মানুষের সেবা করতে চেয়েছিলাম । এখন আমি ফাতিমা,আইএসআইএস সন্ত্রাসবাদী । ঠিকানা আফগানিস্তানের জেল । তবে আমি একলা নই । আমার মত ৩২ হাজার মেয়ে ধর্মান্তরিত হয়ে সিরিয়া ও ইয়েমেনের মরুভূমিতে কবরস্থ রয়েছে । একটি সাধারণ মেয়েকে সন্ত্রাসবাদীতে পরিনত করার ভয়ঙ্কর খেলা চলছে কেরালায়,আর সেটা চলছে প্রকাশ্যে । কেউ কি একে আটকাবে না ? এটা আমার কাহিনী । এটা ওই ৩২ হাজার মেয়ের কাহিনী ।’ প্রতিবেদনে জানা গেছে,মঙ্গলবার (৭ অক্টোবর ২০২২) কেরালার পুলিশের ডিজিপি অনিল কান্ত তিরুবনন্তপুরম পুলিশ কমিশনার স্পারজিয়ন কুমারকে ‘দ্য কেরালা স্টোরি’ ছবির ক্রু সদস্যের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন ।
এদিকে ‘দ্য কেরালা স্টোরি’কে নিয়ে সিপিএম ও কংগ্রেসের ভূমিকায় সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা হচ্ছে । অনেকে এটি ‘বাক স্বাধীনতায় হস্তক্ষেপ’ বলে মনে করছেন । শিবাজি কুমার নামে এক টুইটার ইউজার সিপিএমকে আক্রমণ করে বলেছেন,’কমরেডরা নাস্তিক হওয়ার ভান করে, তাদের প্রায়ই দেশে গাজওয়া এজেন্ডাধারীদের সাথে দাঁড়াতে দেখা যায় ।বামপন্থীদের নীতি কতটা খোকলা এটাই তার প্রমাণ । এটাই তাদের পতনের প্রধান কারণ ।’।