এইদিন ওয়েবডেস্ক,তিরুবনন্তপুরম,২২ নভেম্বর : দক্ষিণ কেরালা জেলার কান্দালা কো-অপারেটিভ ব্যাঙ্ক(Kandala Co-Oparetive bank) জালিয়াতি মামলায় প্রাক্তন ব্যাঙ্ক সভাপতি তথা সিপিআই নেতা এন ভাসুরাঙ্গন(N Bhasurangan) ও তাঁর ছেলে অখিলজিৎকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেপ্তার করা হয়।
কান্দালা কো-অপারেটিভ ব্যাঙ্কে কয়েক কোটি টাকার জালিয়াতির অভিযোগ উঠেছে সিপিআই নেতা এন ভাসুরাঙ্গন ও তার ছেলের বিরুদ্ধে । বুধবার সমবায় ব্যাঙ্কে অভিযান শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । বৃহস্পতিবারও অভিযান অব্যাহত ছিল। ইডি কান্দালা সার্ভিসেস কাত্তাকড়ার কাছে কো- অপারেটিভ ব্যাঙ্কে এবং এর প্রাক্তন সভাপতি এবং স্থানীয় সিপিআই নেতা এন ভাসুরাঙ্গনের বাসভবন সহ আরও বেশ কয়েকটি স্থানে অভিযান চালায়। এদিকে অভিযান শুরু হতেই ভাসুরঙ্গনকে বাম দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয় । দলের তিরুবনন্তপুরম জেলা কমিটির একজন সদস্য মিডিয়াকে তার বহিষ্কারের কথা জানিয়েছেন।
এছাড়া ভাসুরঙ্গনকে কেরালা কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের (কেসিএমএমএফ) প্রশাসনিক কমিটির আহ্বায়কের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে, যেটি ‘মিলমার বাণিজ্য’ নামে পণ্য বিক্রি করে। মিলমা থেকে তার অপসারণের ঘোষণা করেছেন রাজ্যের পশুপালন, দুগ্ধ উন্নয়ন ও দুধ সমবায় প্রতিমন্ত্রী জে চিঞ্চু রানী।
তিনি সাংবাদিকদের বলেন, ভাসুরাঙ্গনের অপসারণের পর কেসিএমএমএফ-এর রেজিস্ট্রারকে একটি বিকল্প ব্যবস্থা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও সহযোগিতা ও নিবন্ধন প্রতিমন্ত্রী ভি এন ভাসাভানের দাবি,ইডির এই অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ।
এদিকে ইডির জিজ্ঞাসাবাদের সময় ভাসুরঙ্গন শারিরীকভাবে অস্বস্তি বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়ে । তাকে একটি বেসরকারি হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে ভর্তি করে চিকিৎসা করা হয়েছিল । শেষ পর্যন্ত হাসপাতাল থেকেই সিপিআই নেতাকে গ্রেফতার করে ইডি ।।