এইদিন ওয়েবডেস্ক,উজ্জয়ন,০৭ সেপ্টেম্বর : ‘গো মাংস প্রেমী’ বলিউড অভিনেতা রণবীর কাপুর ও তাঁর স্ত্রী ‘হিন্দুত্ব বিরোধী’ আলিয়া ভাটকে উজ্জয়নের মহাকাল মন্দিরে ঢুকতে দিল না হিন্দুত্ববাদী সংগঠন । ফলে মহাকালের দর্শন না করেই তাঁদের মুম্বাই ফিরে যেতে হয়েছে । আগামী ৯ সেপ্টেম্বর পেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে রণবীর-আলিয়ায় ৪০০ কোটি টাকা বাজেটের হিন্দি ছবি ‘ব্রহ্মাস্ত্র’ । ছবিটি মুক্তির আগে তাঁরা উজ্জয়নের মহাকালের আশীর্বাদ নিতে গিয়েছিলেন মঙ্গলবার সন্ধ্যায় । তাঁদের সঙ্গে ছিলেন ছবিটির পরিচালক অয়ন মুখার্জি । সন্ধ্যা ৭ টা নাগাদ তাঁরা মহাকাল মন্দিরে আসেন । কিন্তু তার অনেক আগেই বিকেল ৪ টে থেকে মন্দিরের ভিভিআইপি গেটের সামনে এসে জড়ো হয় বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা ।
এরপর দুই বলিউড তারকা মন্দিরে আসতেই তাঁরা কালো পতাকা দেখিয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন । আলিয়া-রনবীরের গাড়ি ঘিরে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়া হয় । বিক্ষোভকারীরা জানায়,তাঁরা ‘গো মাংস ভক্ষণকারী’ রনবীর ও ‘হিন্দুত্ব বিরোধী’ আলিয়াকে মন্দিরে ঢুকতে দেবে না । পুলিশ তাদের সরাতে গেলে হাতাহাতি শুরু হয়ে যায় । এই পরিস্থিতি দেখে শেষ পর্যন্ত মহাকালের দর্শন না করেই মুম্বাই ফিরে যেতে হয় আলিয়া-রণবীরকে । তবে ছবির পরিচালকসহ অনান্যরা মন্দিরে পূজো দিয়েছেন বলে জানা গেছে ।
প্রসঙ্গত,সম্প্রতি রণবীর কাপুরের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে । ওই ভিডিওতে রনবীরকে বলতে শোনা গেছে,তিনি তিনি মাটন, মুরগির সাথে গরুর মাংসও পছন্দ করেন । আর এই ভিডিও দেখার পর থেকে ক্ষোভে ফুঁসছিল হিন্দুত্ববাদী সংগঠনগুলি । সেই ক্ষোভের প্রকাশ ঘটল মঙ্গলবার সন্ধ্যায় উজ্জয়নের মহাকাল মন্দিরের সামনে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জও করতে হয় । ঘটনার পর বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ । তারই প্রতিবাদে রাতের দিকে মহাকাল থানার সামনে তুমুল বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ বজরং দলের কর্মী ও সমর্থকরা ।।