এইদিন ওয়েবডেস্ক, ঢাকা, ২৪ ফেব্রুয়ারী : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সৌরভ গাঙ্গুলি । শুক্রবার সকালে তিনি স্ত্রী ডোনা গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে ঢাকা গণভবনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন । সৌরভের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন । প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বিসিবির প্রধানের সঙ্গেও সৌরভের একপ্রস্থ আলোচনা হয় ।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ বলেছেন,‘আপনাদের এখানে ঠিকমতো খেললে ইংল্যান্ডকে হারিয়ে দেবেন। কালকেই বলেছিলাম ১৭ কোটি মানুষ,অনেক প্রতিভা বের হয় । বোলিং, ব্যাটিং, সাকিবের মতো অলরাউন্ডার আছে, মুশফিকুর আছে, এখন শান্ত ভালো খেলছে। আমি খবর রাখি, দেখি বাংলাদেশের খেলা। বাংলাদেশের উন্নতি দেখে সবসময় ভালো লাগে।’ উল্লেখ্য,তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে শুক্রবার সকালে ঢাকা এসেছে ইংল্যান্ড দল। সৌরভের আশা এই সিরিজেও ইংল্যান্ডকে হারাবে বাংলাদেশ ।
দু’দিনের সফরে বাংলাদেশ গিয়েছেন সৌরভ গাঙ্গুলি । বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টে নাগাদ তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন । বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বিসিবির কর্মকর্তা ওয়াসিম খান ।।