এইদিন ওয়েবডেস্ক,সিমলা,২৭ মে : হিমাচল প্রদেশের সিমলায় অবৈধভাবে নির্মিত সানজৌলি মসজিদ ভাঙার উপর স্থগিতাদেশ দিল আদালত । সোমবার (২৬ মে, ২০২৫) জেলা আদালত এই আদেশ দেয়। এর সাথে সাথে, জেলা আদালত শিমলা পৌর কর্পোরেশনের কমিশনার আদালতের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করেছে।
গত ৩ মে, শিমলা পৌর কর্পোরেশনের কমিশনার ভূপেন্দ্র অত্রি পুরো মসজিদটিকে অবৈধ ঘোষণা করেন এবং এর নীচের দুটি তলাও ভেঙে ফেলার নির্দেশ দেন। মসজিদের উপরের তিন তলা ভেঙে ফেলার নির্দেশ ২০২৪ সালের ৫ অক্টোবর দেওয়া হয়েছিল। এই আদেশের বিরুদ্ধে আদালতে আবেদন করেছিল ওয়াকফ বোর্ড। সেই ভিত্তিতেই এই আদেশ দেওয়া হয়েছে। তবে, বেশ কয়েকবার চাওয়ার পরেও ওয়াকফ বোর্ড কাগজপত্র দেখাতে পারেনি। এখন আদালত পরবর্তী শুনানির তারিখ ২৯ মে,নির্ধারণ করেছে।।

