এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,১৬ নভেম্বর : শিলিগুড়িতে এক দম্পতিকে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটেছে । পুলিশ জানিয়েছে,মৃত দম্পতির নাম অনিমা মন্ডল(৪০) ও তপন মন্ডল(৫০) । তাদের বাড়ি ভক্তিনগর থানার আশিঘর ফাঁড়ির অন্তর্গত ভোলানাথ পাড়া এলাকায় । আজ রবিবার সাতসকালে ভক্তিনগর থানার থারুঘাটির এলাকায় জঙ্গলের মাঝ দিয়ে প্রবাহিত হওয়া সাহু নদীতে পড়ে থাকতে দেখা যায় অনিমা মন্ডলের গলাকাটা দেহ । কিছুটা দূরে জঙ্গলের মধ্যে একটা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার স্বামী তপন মন্ডলের ঝুলন্ত দেহ । তারও শ্বাসনালী কাটা ছিল বলে জানা গেছে । খবর পেয়ে পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে । প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ যে ওই দম্পতিকে খুন করা হয়েছে । তবে খুনের কারন সম্পর্কে তারা ধন্দ্বে আছে । ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ।
জানা গেছে,তপন মন্ডল রাজমিস্ত্রির কাজ করতেন । তার স্ত্রী অনিমাদেবী ফারাবাড়ি এলাকার একটা কোম্পানিতে কাজ করতেন । প্রতিদিন রাত্রি ন’টা নাগাদ তার স্বামী তাকে নিয়ে বাড়ি ফিরতেন ।
জানা গেছে,গতকালও যথারীতি রাত নটা নাগাদ স্ত্রীকে আনতে যান তপন মন্ডল । কিন্তু দু’জনাই সারা রাত ধরে বাড়ি ফেরেননি । রাতে একবার শুধু ছেলের সঙ্গে তপনবানুর ফোনে কথা হয় । তারপর বারবার ফোন করেও তাকে পাওয়া যায়নি । পরে ফোনটি বন্ধ হয়ে যায় । এরপর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে । কিন্তু তাদের কোনো সন্ধান না পেয়ে ভক্তিনগর থানার আশিঘর ফাঁড়ির পুলিশকে বিষয়টি জানায় । আজ সকাল হতেই পুলিশের অপেক্ষায় না থেকে পরিবার পরিজন দম্পতির খোঁজ শুরু করে । শেষে থারুঘাটির এলাকায় সাহু নদীতে অনিমাদেবীর মৃতদেহ ভাসতে দেখে তারা । আরও খোঁজ চালাতেই একটু দূরে জঙ্গলের মধ্যে তপনবাবুর গলাকাটা দেহ একটা গাছ থেকে ঝুলতে দেখতে পাওয়া যায় । এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার খবর চাওড় হতেই ঘটনাস্থলে প্রচুর লোকজন জড়ো হয় অকুস্থলে । বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে । ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় ।।

