প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৬ এপ্রিল : ধার নেওয়া টাকা শোধ করতে না পারায় গলায় ধারালো অস্ত্রের কোপ মারে যুবকে খুনের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার হল এক দম্পতি। ধৃতদের নাম পাপাই ঘোষ ও হেমা মণ্ডল। তাদের বাড়ি পূর্ব বর্ধমানের কালনা শহরে হলেও শহরে অন্য একটি বাড়ি ভাড়া নিয়ে তারা থাকেন । সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ দুই ধৃতকেই রবিবার পেশ করে কালনা মহকুমা আদালতে । বিচারক পাপাই ঘোষ কে ৫ দিনের পুলিশ হেপাজত এবং তাঁর স্ত্রী হেমা মণ্ডলকে জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। নৃশংস হামলার শিকার অমরেশ্বর দে অভিযুক্তদের দৃষ্টান্তমূল সাজার দাবি করেছেন।
অমরেশ্বর দে অভিযোগে জানিয়েছেন,ব্যাবসায়িক প্রয়োজনে তিনি তাঁর বন্ধু পাপাই ঘোষের কাছ থেকে ষাট হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা তিনি শোধ দিতে পারেন নি । টাকা শোধের জন্য তিনি আরও কিছুদিন সময় চেয়ে নিয়ে ছিলেন।।এমন অবস্থার মধ্যেই বন্ধু পাপাই তার জন্মদিন উপলক্ষে শুক্রবার তাঁকে নিমন্ত্রণ তাদের বাড়িতে নিমন্ত্রন করে। সেখানে মদের আসরে পরিবারের অন্য সদস্যদের সহযোগিতায় তাঁর গলায় পাপাই ধারালো অস্ত্রের কোপ মারে বলে অভিযোগ অমরেশ্বরের।কোনোরকমে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হন বলে অমরেশ্বর জানিয়েছেন ।
অমরেশ্বর দে আরও জানিয়েছেন গোটা ঘটনা সবিস্তার উল্লেখ করে তিনি কালনা থানায় অভিযোগ জানান। পুলিশ ঘটনার তদন্ত নেমে পাপাই ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।।