এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ জুলাই : গত বুধবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, কলকাতার মানিকতলা, উত্তর ২৪ পরগনার বাগদা এবং নদিয়া জেলার রানাঘাট- দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে । তৃণমূল, বিজেপি সহ চারটি কেন্দ্রে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আজ শনিবার তার গনন চলছে । গতবারে মানিকতলায় জয়ী হয়েছিল তৃণমূল। বাকি তিনটি বিধানসভা আসনে বিজেপি জিতেছিল। এখন ওই ৩ আসনে বিজেপি একুশের ভোটে জয়ের ধারা অব্যাহত রাখে কিনা সেটাই দেখার ।
রায়গঞ্জে বিজেপির টিকিটে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর তৃণমূলে যোগ দেন কৃষ্ণ কল্যাণী । এবছর লোকসভা নির্বাচনে বিধায়ক পদ থেকে পদত্যাগ করে তৃণমূলের হয়ে রায়গঞ্জ আসনে দাঁড়িয়ে পরাজিত হয়েছেন তিনি । সেই কারনে রায়গঞ্জ বিধানসভার আসনে উপনির্বাচন হচ্ছে । কলকাতার মানিকতলায় তৃণমূল বিধায়ক সাধন পান্ডের মৃত্যু হওয়ার কারণে নির্বাচন হয়। বাগদা আর রানাঘাট- দক্ষিণবিধানসভাতেও বিজেপির টিকিটে ২০২১ সালে নির্বাচনে জয়ী হওয়ার পর তৃণমূলে যোগ দিয়ে এবারের লোকসভা নির্বাচনে লড়াই করেছেন বিশ্বজিৎ দাস ও মুকুটমণি অধিকারী । ফলে ওই দুই আসন খালি থাকায় উপনির্বাচন হয় । যদিও উপনির্বাচনে রায়গঞ্জ আসনে কৃষ্ণ কল্যাণী এবং রানাঘাট-দক্ষিণ আসনে মুকুটমণি অধিকারী তৃণমূলের টিকিট পেলেও বিশ্বজিৎ দাসকে টিকিট দেয়নি তৃণমূল। পরিবর্তে এখানে তৃণমূল প্রার্থী করেছে মধুপর্ণা ঠাকুরকে। আর মানিকতলায় তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে।
মানিকতলায় সুপ্তি পাণ্ডের বিপরীতে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ও বাম প্রার্থী রাজীব মজুমদার। রায়গঞ্জে বিজেপির প্রার্থী মানসকুমার ঘোষ। আর কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। রানাঘাট দক্ষিণে বিজেপির টিকিট পেয়েছেন মনোজ কুমার বিশ্বাস, বামেদের হয়ে লড়ছেন অরিন্দম বিশ্বাস। বাগদায় বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাস। বাম প্রার্থী গৌরাদিত্য বিশ্বাস এবং এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অশোককুমার হালদার।রায়গঞ্জ, রানাঘাট-দক্ষিণ ও মানিকতলায় তৃণমূল কংগ্রেস, বিজেপি ও কংগ্রেস-বাম জোটের মধ্যে ত্রিমুখী লড়াই হয়েছে। বাগদা বিধানসভায় ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস আলাদাভাবে প্রার্থী দেওয়ায় চর্তুমুখী লড়াই হচ্ছে ।
এদিন সকাল ৮টা থেকে গণনা শুরু হয়েছে। প্রাথমিক প্রবণতায় ট্রানাঘাট দক্ষিণে এগিয়ে বিজেপি। দ্বিতীয় রাউন্ড গণনায় রায়গঞ্জে ১০ হাজার ২৫৬ ভোটে এগিয়ে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী । মানিকতলায় এগিয়ে তৃণমূলের সুপ্তি পাণ্ডে। বাগদায় এগিয়ে তৃণমূলের মধুপর্ণা ঠাকুর। দেশ জুড়ে ৭ রাজ্যের ১৩ বিধানসভার গননার প্রাথমিক ফলাফলে এনডিএ ৩,ইন্ডি জোট ৫ এবং অনান্যরা ৫ আসনে এগিয়ে আছে ।।