এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৮ সেপ্টেম্বর : আজ মঙ্গলবার ৬ টি রাজ্যের ৭ টি বিধানসভা আসনে অনুষ্ঠিত উপনির্বাচনের গননা শুরু হয়েছে । ওই ৭ টি আসন হল উত্তরপ্রদেশের ঘোসি বিধানসভা, পশ্চিমবঙ্গের ধূপগুড়ি,কেরালার পুথুপল্লি, উত্তরাখণ্ডের একটি বিধানসভা,ত্রিপুরার সিপাহিজালা জেলার দুটি বিধানসভা এবং ঝাড়খণ্ডের গিরিডিহ জেলার ডুমরি বিধানসভা । ভোট পরবর্তী সমীক্ষা অনুযায়ী ওই ৭ টি আসনের মধ্যে ৪ টি আসনে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল । তার মধ্যে পশ্চিমবঙ্গের ধূপগুড়ি আসনে পোস্টাল ব্যালটে অনেকটা এগিয়ে রয়েছেন বিজেপি ।
গত ৫ সেপ্টেম্বর জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয় এবং প্রায় ৭৮ শতাংশ ভোট পড়ে । উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি-২ ক্যাম্পাসে চলছে ভোট গণনা। সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে । গণনা স্থানের চারপাশে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে । ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিধায়ক বিষ্ণু পদ রায়ের মৃত্যুতে ধূপগুড়ি আসনটি শূন্য হয়ে যায় । রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (টিএমসি) নির্বাচনে কলেজের অধ্যাপক নির্মল চন্দ্র রায়কে প্রার্থী করেছে, আর বিজেপি জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) জওয়ানের স্ত্রী তাপসী রায়কে প্রার্থী করেছে। যেখানে ভারতের কমিউনিস্ট পার্টি-মার্কসবাদী (সিপিআই-এম) লোকশিল্পী ঈশ্বরচন্দ্র রায়কে প্রার্থী করেছে, সিপিএমকে সমর্থন করেছে কংগ্রেস ।
ধূপগুড়ি আসনে পোস্টাল ব্যালটের গননায় অনেকটা এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তাপসী রায় । গননা অনুযায়ী এখনও পর্যন্ত ৪১৮ টি ভোট গেছে বিজেপির পক্ষে । তৃণমূল পেয়েছে ১৬০ টি ভোট। বাম-কংগ্রেস জোট পেয়েছে ১২৭ টি ভোট ।বানারহাটে প্রথম পর্যায়ে গণনার শেষেও এগিয়ে রয়েছে বিজেপি । চা বাগান অধ্যুষিত এই এলাকায় প্রায় ১,৫০০ ভোটে এগিয়ে বিজেপি । গননা কেন্দ্রের ২৮ টি টেবিলে মোট ১০ রাউন্ড গণনা হবে। গণনার দায়িত্বে রয়েছেন ১০০ জন কর্মী ।।