এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,২৯ মে : সম্প্রতি জাল নোট নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । রিপোর্টে বলা হয়েছে এক বছরে ৫০০ টাকার জাল নোট আগের বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে । আরবিআইয়ের মতে, ২০২১-২২ অর্থবর্ষে সমস্ত মূল্যের জাল নোটেরই বৃদ্ধি হয়েছে । ব্যাপক বৃদ্ধি হয়েছে ৫০০ ও ২০০০ টাকার জাল নোটের । ৫০০ টাকার জাল নোটের সংখ্যা ১০১.৯ শতাংশ এবং ২০০০ টাকার জাল নোট ৫৪.১৬ শতাংশ বৃদ্ধি হয়েছে । এই রিপোর্ট প্রকশের পর উদ্বেগ বেড়েছে কেন্দ্র সরকারের।
এদিকে নোটবন্দি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক হাত নিয়েছে তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জাতীয় কংগ্রেস । তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও’ব্রায়েন টুইটারে আরবিআই রিপোর্ট শেয়ার করে লিখেছেন,’নমস্কার মিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী । ডিমোনেটাইজেশন মনে আছে ? আপনি দেশকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সমস্ত জাল মুদ্রা মুছে ফেলবেন । জাল নোটের বিশাল বৃদ্ধির দিকে ইঙ্গিত করে এখানে আরবিআইয়ের সর্বশেষ রিপোর্টে ।’
অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করেছেন, ‘ভারতীয় অর্থনীতির একমাত্র দুর্ভাগ্যজনক অর্জন হল নোটবন্দি ।’।