এইদিন ওয়েবডেস্ক,মুঙ্গেলি(ছত্তিশগড়),১৩ নভেম্বর : ছত্তিশগড় থেকে কংগ্রেসের বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে এবং প্রথম দফার নির্বাচনের পরেই রাজ্যে কংগ্রেস সরকার নিশ্চিহ্ন হয়ে যাবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । প্রধানমন্ত্রী বলেন,’বিগত পাঁচ বছর ধরে কংগ্রেস লুটপাট চালিয়েছে । রাজ্যের মানুষ কংগ্রেসকে হটিয়ে দিতে আগ্রহী। জনগণ আর কংগ্রেসকে চায় না ।’ ‘মহাদেব’ দূর্নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘ছত্তিশগড়ের মহাদেব বাজি কেলেঙ্কারিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও দিল্লি দরবার কত টাকা পেয়েছেন তা কংগ্রেসকে জানাতে হবে ।’ তিনি আরও বলেন, ‘কংগ্রেসের মোদীর প্রতি ঘৃণার জন্য সমগ্র ওবিসি সম্প্রদায়কে অপব্যবহার করছে কারণ মোদি দারিদ্র্য দূরীকরণে ব্যস্ত। একদিকে কংগ্রেসের মিথ্যাচার, অন্যদিকে মোদির গ্যারান্টি।’ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী জানান যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ 15 নভেম্বর আদিবাসী গোষ্ঠী উন্নয়ন মিশন (PM PVTG)চালু করতে চলেছেন । স্বাধীনতার পর এই প্রথমবার মোদী সরকার আদিবাসী গর্ব দিবস উপলক্ষে পিভিটিজি-এর সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করতে ২৪,০০০ কোটি টাকার প্রকল্প চালু করতে চলেছে ।
২০২৩-২৪ সালের বাজেটে, প্রধানমন্ত্রী বিশেষ করে দুর্বল উপজাতীয় গোষ্ঠীগুলির আর্থ-সামাজিক অবস্থার উন্নতির জন্য পিভিটিজি উন্নয়ন মিশনের ঘোষণা করেছিলেন ৷ এই প্রকল্পের আওতায় ১৮ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ৭৫ টি পিভিটিজি রয়েছে । যা ২২,৫৪৪ টি গ্রাম এবং ২২০ টি জেলাকে কভার করবে। আনুমানিক ২৮ লক্ষ আদিবাসী সম্প্রদায়ের মানুষ উপকৃত হবে । এই প্রকল্পের আওতায় রাস্তা, যোগাযোগ সংযোগ, বিদ্যুৎ, ঘরবাড়ি, বিশুদ্ধ জল-স্যানিটেশন, শিক্ষা, স্বাস্থ্য-পুষ্টি সুবিধা প্রদানের পরিকল্পনা করেছে কেন্দ্র সরকার ।।