এইদিন ওয়েবডেস্ক,শ্রীহরিকোটা,১১ আগস্ট : বণ্যা-ঘূর্ণিঝড় প্রভৃতি প্রাকৃতিক দূর্যোগ পর্যবেক্ষণে সক্ষম ইওএস-৩ (EOS-3) স্যাটেলাইট উৎক্ষেপণের কাউন্টডাউন শুরু হয়ে গেল । ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) বৃহস্পতিবার একটি নতুন রেকর্ড তৈরি করতে চলেছে । পৃথিবীকে পর্যবেক্ষণ করার জন্য সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ইওএস-৩ স্যাটালাইট উৎক্ষেপণ করতে চলেছে ইসরো । এর সাফল্যের পর ভারতের শক্তি অনেকাংশে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে ।
ইসরো একটা ট্যুইট করে এই স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে জানিয়েছে । তাতে জানানো হয়েছে, ‘জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (জিএসএলভি)-এফ ১০ রকেটের সাহায্যে ইওএস-৩ (EOS-3) কে প্রক্ষেপণের জন্য সতীশ ধাবন (SDSC),সার, শ্রীহরিকোটা স্পেস সেন্টারে আজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে ।’ ইসরোর জানিয়েছে,ওইদিন সকাল ৫.৪৩ নাগাদ স্যাটেলাইটি
উৎক্ষেপণ করা হবে । যদিও সবটাই আবহাওয়ার উপর নির্ভর করছে ।
ইসরো সূত্রের খবর, ভূপর্যবেক্ষণের এই উপগ্রহটি পৃথিবীকে প্রতিদিন ৪-৫ বার করে প্রদক্ষিণ করবে । মহাকাশ থেকে নজর রাখবে গোটা ভারতীয় উপমহাদেশের উপর। উপগ্রহে থাকবে ৬টি ব্যান্ডের অনেকগুলি ইমেজিং সেন্সর । বন্যা ও সাইক্লোনের মতো নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের আগাম খবর দেবে স্যাটেলাইটটি ।
এছাড়া ইসরো র্যাডার ইমেজিং স্যাটেলাইট ইওএস-৪ উৎক্ষেপণেরও পরিকল্পনা নিয়েছে বলে খবর । এই স্যাটেলাইটের বিশেষত্ব হল মেঘ ফুঁড়েও এটি ভূপৃষ্ঠের উপর নজর রাখতে পারবে । আগামী সেপ্টেম্বরে পিএসএলভি রকেটে চাপিয়ে এটিকে কক্ষপথে স্থাপন করা হবে । উপগ্রহটিকে প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষ কাজে লাগবে । পাশাপাশি আগামী ২ বছরের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা । তার মধ্যে অন্যতম গগনযান, চন্দ্রযান-৩ ও ভারতের প্রথম সৌর অভিযান আদিত্য-এল-ওয়ান ।।
ছবি : ইসরোর টুইটার অ্যাকাউন্ট থেকে সংগৃহীত ।