এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৮ ডিসেম্বর : সহায়ক মূল্যে ধান কেনাবেচায় ব্যাপক দূর্নীতি হয়েছে এবং বিভিন্ন ব্যাঙ্কে বেনামি অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকেছে – এই অভিযোগ তুলে তৃণমূল ঘনিষ্ঠ চালকল মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুললো পূর্ব বর্ধমান জেলার ভাতারের বিজেপি নেতৃত্ব । আজ শুক্রবার বিজেপির তরফে ভাতারের বিডিওর কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় । উপস্থিত ছিলেন ভাতার ব্লকে বিজেপির দলের কনভেনার শুচিস্মিতা হাটি, ব্লক সভাপতি অপূর্ব যশ,বিজেপির যুব মোর্চার ব্লক নেতা সৌমেন কার্ফা প্রমুখ । সহায়ক মূল্যে ধান কেনাবেচায় দূর্নীতি রোখা ছাড়াও অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করার জন্যেও বিডিওর কাছে দাবি জানিয়েছেন বিজেপি নেতৃত্ব ।
বিজেপির যুব মোর্চার নেতা সৌমেন কার্ফা বলেন, ‘ভাতারে সহায়ক মূল্যে ধান কেনাবেচায় কোটি কোটি টাকা দূর্নীতি হয়েছে ৷ প্রতি কুইন্টালে ২ কেজির জায়গায় ১০ কেজি পর্যন্ত বাটা নেওয়া হচ্ছে । গতকাল আরামবাগের চাষিরা এনিয়ে ব্যাপক আন্দোলন করেছে । রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেছেন যে এই বিষয়ে তিনি গোঘাটে যাবেন । আমরাও কুইন্টালে ২ কেজি করে ধান বাদ দেওয়ার প্রতিবাদে আন্দোলনে নামবো ।
ভাতারে বিভিন্ন বেনামে অ্যাকাউন্টে ধানের সহায়ক মূল্যের কোটি কোটি টাকা ঢুকেছে৷ সেগুলো যথাযথ তদন্ত করে শাসকদল ঘনিষ্ঠ চালকল মালিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে বলে আমরা বিডিওর কাছে দাবি জানিয়েছি । পাশাপাশি আমরা কেন্দ্র সরকারের কাছে দাবি জানাচ্ছি যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি দিয়ে ভাতারের বিপুল টাকা ঢোকার তদন্ত করতে হবে ৷’
তাঁর অভিযোগ,’ওই টাকা বিজেপির বিরুদ্ধে বোম ও গুলি কেনায় ব্যবহার হবে । দুষ্কৃতীদের মাংস খাইয়ে বিজেপির বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হবে । আমরা বিষয়টা আজ বিডিওকে জানালাম,আমাদের রাজ্য নেতৃত্বকেও জানিয়েছি,প্রয়োজনে জেলাশাসকেও বিষয়টি নিয়ে অবহিত করব ৷’
অকাল বর্ষণে ভাতার এলাকায় কৃষকদের ক্ষয়ক্ষতির বিষয়ে সৌমেনবাবু বলেন,’ভাতারের মাহাতা অঞ্চলের আলু চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । প্রধানমন্ত্রী শষ্য বীমা, প্রধানমন্ত্রী সম্মাননিধি সহ কৃষকদের জন্য কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্পগুলি আছে তার সুবিধা যাতে ভাতারের কৃষকরা পায় তার ব্যবস্থা করার জন্য বিডিওর কাছে আমরা দাবি জানিয়েছি ।’।