দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৭ নভেম্বর : তারকাসুরকে বধ করে দেবতাদের উদ্ধার করেছিলেন দেবসেনাপতি কার্তিকেয় । এবার করোনা যোদ্ধাদের সাথে নিয়ে ‘করোনাসুর বধ’ করতে অবতীর্ণ হলেন শিব-পার্বতী পুত্র । পূর্ব বর্ধমান জেলায় কাটোয়ায় কার্তিপুজোয় ‘থাকা কার্তিক’-এর থিমে উঠে এসেছে এমনই দৃশ্য । এবারের পূজোয় ‘করোনাসুর বধ’ থিমকে তুলে ধরেছে কাটোয়ার চালপট্টি যুব সম্প্রদায় ব্যবসায়ীবৃন্দ । অন্যদিকে কাটোয়ার প্রতিবাদ ক্লাবের থিম ভাবনাতেও করোনার ছাপ পড়েছে । এই ক্লাবের ‘থাকা কার্তিক’ থিমে জায়গা করে নিয়েছেন করোনা যোদ্ধারা ।
কাটোয়ার বেশ কিছু পূজো কমিটি রয়েছে যারা ‘থাকা কার্তিক’ পূজো করেন । কার্তিকের মূর্তির সঙ্গে দেবদেবীদের মূর্তি বা মডেল তৈরি করে বিভিন্ন কাহিনী তুলে ধরা হয় এই ‘থাকা কার্তিক’-এর মাধ্যমে । আর কাটোয়ায় কার্তিক পূজোয় প্রতিমা নিয়ে শোভাযাত্রা বা ‘কার্তিক লড়াই’য়ের সুখ্যাতি রয়েছে গোটা রাজ্য জুড়ে । যে সমস্ত পূজো কমিটি ‘থাকা কার্তিক’ থিমের পূজো করে তারাই সাধারনত শোভাযাত্রায় অংশগ্রহন করে । যেহেতু এবারে শোভাযাত্রার উপর প্রশাসনিক নিষেধাজ্ঞা রয়েছে তাই একে অপরকে টেক্কা দিতে থিম ভাবনা ও আলোকসজ্জায় অভিনবত্ব আনার চেষ্টা করেছে কাটোয়া শহরের কার্তিক পূজো কমিটিগুলি ।
কাটোয়ার সমাপ্তি ক্লাবের এবারে থিমে উঠে এসেছে প্রকৃতি রক্ষার ভাবনা । কাটোয়ার পানুহাটের নিউ আপনজন ক্লাবের পুজোয় থিমে জায়গা পেয়েছে পৌরাণিক কাহিনী । কাঁসা পিতলের বাসনপত্র দিয়ে মণ্ডপ সাজিয়ে অভিনবত্ব আনার চেষ্টা করেছে কাটোয়ার দেশবন্ধু ক্লাব । অন্যদিকে উত্তরাখন্ডের সাম্প্রতিক বিপর্যয়ের চিত্র তুলে ধরেছে কাটোয়া শহরের স্টেশন বাজারের যুবশক্তি ক্লাব । জানা গেছে,এবারে কাটোয়ায় কার্তিক পূজোয় দুই শতাধিক পূজো কমিটি প্রশাসনিক অনুমতি নিয়ে পূজো করছে । তার মধ্যে ৬০-এর কিছু বেশি পূজো কমিটি থিমের পূজো করছে ।।