এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৭ মার্চ : দেশে ফের
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে । ভারতে গত ৪ মাস পর একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা ভাইরাসে সংক্রমণ রেকর্ড করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক । পাশাপাশি বেড়েছে এইচ ৩ এন ২ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাও । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে, বৃহস্পতিবার (১৬ মার্চ ২০২৩) ভারতে করোনভাইরাস সংক্রমণের ৭৫৪ টি নতুন কেস রিপোর্ট করা হয়েছে । বর্তমানে দেশে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪,৬২৩- এ পৌঁছেছে । এর আগে গত বছরের ১২ নভেম্বর একদিনে ৭৩৪ টি করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল । তাই পরিস্থিতিটি গুরুত্ব সহকারে দেখে কেন্দ্রীয় সরকার ৬ টি রাজ্যকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে নির্দেশ জারি করেছে । আর ওই ৬ রাজ্য হল কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং কেরালা ।
রিপোর্ট অনুযায়ী,গত এক সপ্তাহে মহারাষ্ট্রে সংক্রমণের ঘটনা ৩৫৫ থেকে বেড়ে ৬৬৮ হয়েছে । গুজরাটে ১০৫ থেকে ২৭৯, তেলেঙ্গানায় ১৩২ থেকে ২৬৭, তামিলনাড়ুতে ১৭০ থেকে ২৫৮,কেরালায় ৪৩৪ থেকে ৫৭৯ এবং কর্ণাটকে সংক্রমণের ঘটনা ৪৯৩ থেকে বেড়ে হয়েছে ৬০৪ । কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেছেন,রাজ্য সরকারগুলিকে টেস্ট, ট্রিট, ট্র্যাক, কোভিড উপযুক্ত আচরণ, টিকাকরণ এই পাঁচটি কৌশল অনুসরণ করা উচিত ।
উল্লেখ্য,কর্ণাটকে সংক্রমণের কারণে একজন করোনা রোগীরও মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের ঘোষিত পরিসংখ্যান অনুযায়ী, করোনার কারণে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৩০,৭৯০ । দেশে এখন পর্যন্ত মোট ৪,৪১,৫৭,২৯৭ জন করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছে । একই সময়ে কোভিড-১৯ এর কারণে মৃত্যুর হার মাত্র ১.১৯ শতাংশ। সুস্থ হয়ে ওঠার হার ৯৮.৮০ শতাংশ । স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে, দেশব্যাপী এযাবৎ ২২০.৬৪ কোটি মানুষকে অ্যান্টি-কোভিড -১৯ ভ্যাকসিন দেওয়া হয়েছে ।।