দিব্যেন্দু রায়,কাটোয়া,২৮ অক্টোবর : শারোদৎসবের মতই কালীপূজো রাস ও কার্তিক পূজোতেও করোনার বিধিনিষেধ জারি থাকছে কাটোয়ায় । বুধবার সন্ধ্যায় কাটোয়ার সংহতিমঞ্চে এনিয়ে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় । আসন্ন কালীপুজো, রাস ও কার্তিকপুজো কমিটিগুলিকে বৈঠকে ডাকা হয়েছিল । উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার (গ্রামীণ) অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস, মহকুমা পুলিশ আধিকারিক কৌশিক বসাক, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও কাটোয়া মহকুমা প্রশাসন ও পুরসভার প্রতিনিধিরা ।
আসন্ন তিন উৎসবের জন্য প্রশাসনের তরফ থেকে একগুচ্ছ নির্দেশিকার কথা জানিয়ে দেওয়া হয় । তার মধ্যে, উৎসবে কোনও প্রকার অনুষ্ঠানের আয়োজন ও শোভাযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । মন্ডপে প্রবেশ ও প্রস্থানের জন্য পৃথক রাস্তা রাখার নির্দেশ দেওয়া হয়েছে । এছাড়া বলা হয়েছে মন্ডপ নির্মানের কাজে আসা মানুষদের করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক । মন্ডপের কাজের জন্য আসা যাদের টিকা নেওয়া হয়নি তাদের জন্য কাটোয়া ও দাঁইহাট পুরসভার পক্ষ থেকে শিবিরও করা হবে বলে জানিয়েছেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ।।