গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া(পূর্ব বর্ধমান),২২ মে ঃ
করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা বিশ্ব । মহামারীর করালগ্রাসে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন বহু মানুষ । পিছিয়ে নেই এরাজ্যও । তা সত্ত্বেও রাজ্যবাসীর মধ্যে সচেতনতার অভাব রয়েছে বলে অভিযোগ উঠছে । স্যানিটাইজার তো দুরের কথা অনেকেই এখনও মাস্ক ব্যবহারে অনীহা দেখাচ্ছেন ।এই পরিস্থিতিতে করোনা নিয়ে মানুষকে সচেতন করতে পথে নামল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার বিকিহাটের বিশ্বশুক সেবাশ্রম ও মিলন মঠ নামে একটি আশ্রমের আবাসিকরা । আশ্রমের তরফ থেকে বিলি করা হল মাস্ক ও স্যানিটাইজার । স্থানীয় ওই আশ্রমের এই প্রকার উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবাসী ।
কাটোয়ার বিকিহাটে রয়েছে শ্রী শুকদেব ব্রহ্মচারী প্রতিষ্ঠিত বিশ্বশুক সেবাশ্রম ও মিলন মঠ । সারা বছর ধরেই মঠে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সমাজসসেবামূলক কাজকর্ম চলে । বিগত বেশ কিছু দিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে মঠের আবাসিকরা করোনা নিয়ে সচেতনতামূলক প্রচার করছেন এলাকায় । পাশাপাশি মাস্ক ব্যবহারের অভ্যাস রপ্ত করানোর জন্য আশ্রমের তরফ থেকে পথচারীদের হাতে একটি করে মাস্ক তুলে দেওয়া হচ্ছে । এমনকি পথচারীদের হাতে সম্পুর্ন বিনামূল্যে এক বোতল করে স্যানিটাইজারও তুলে দেওয়া হচ্ছে । যাবতীয় খরচ আশ্রম কর্তৃপক্ষ বহন করছে বলে জানা গেছে ।
আশ্রমের কর্মী ও শিক্ষক তথা সমাজসেবী হীরক বিশ্বাস বলেন, ‘শুকদেব বাবার আশ্রম নিয়মিত সেবামূলক কাজ করে চলেছে । বর্তমান এই মহামারি পরিস্থিতিতে মাস্ক, স্যানিটাইজার বিতরন ছাড়াও কোভিড আক্রান্ত দরিদ্র পরিবারের হাতে আশ্রমের পক্ষ থেকে সাধ্যমত ফলমূল, শাকসবজী,চাল-ডাল প্রভৃতি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হচ্ছে ।
আশ্রমের মঠাধ্যক্ষ অচলগিরি মহারাজ জানিয়েছেন, ‘মহামারীর জন্য আগামী ৩০ মে পর্যন্ত আশ্রমে সর্ব সাধারণের জন্য প্রবেশ নিয়ন্ত্রিত করা হয়েছে । তবে নিয়মিত পূজাপাঠ ও সেবামূললক কাজ ধারাবাহিক ভাবে চলবে ।।