দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৭ জানুয়ারী : সারা দেশের সঙ্গে রাজ্য জুড়ে কার্যত করোনা বিস্ফোরণ দেখা দিয়েছে । একই পরিস্থিতি পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকেও । ভাতারে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সক্রমিতের সংখ্যা । প্রশাসনিক তথ্য অনুযায়ী,শুক্রবার ভাতার ব্লকে নতুন করে আক্রান্ত হয়েছে ১৪ জন । বৃহস্পতিবারের থেকে ৪ টি বেশি । একটিভ কেসের সংখ্যা ৪৯ জন । এই পরিস্থিতির মাঝেও জীবন চলছে স্বাভাবিক ছন্দে । এক শ্রেনীর মানুষের মধ্যে এই পরিস্থিতিও বেপরোয়াভাবে হাটেবাজারে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে । সামাজিক দূরত্ব দূর অস্ত,নুন্যতম সুরক্ষা পর্যন্ত তাঁদের নিতে দেখা যাচ্ছে না ।
এবার করোনা সংক্রমণে লাগাম টানতে তৎপর হল ভাতার ব্লক প্রশাসন ও পুলিশ । শুক্রবার এনিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল । নেওয়া হয়েছে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত । প্রশাসন সুত্রে খবর,এলাকার দোকানপাটগুলিকে সকাল ৬ টা থেকে ১১ টা এবং বিকেল ৩ টে থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খুলে রাখার অনুমতি দেওয়া হবে । বিনা মাস্কের খরিদ্দারদের মালপত্র দিতে নিষেধ করা হয়েছে ব্যাবসাদারদের । সোমবারের ভাতার কৃষিমাণ্ডির হাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে নতুন এই বিধিনিষেধের আওতা থেকে বাদ রাখা হয়েছে সরকারি-বেসরকারি অফিস, ক্যুরিয়র সার্ভিস, ওষুধের দোকানগুলিকে । দোকান খুলে রাখার নতুন এই বিধি আগামী রবিবার লাগু হবে বলে জানা গেছে ।।