দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),৩০ মার্চ : একটি বাড়ির রান্নাঘরের গ্যাস সিলিন্ডারে লিক ছিল । ঘরের মধ্যে জমে ছিল অতি দাহ্য গ্যাস । ওই অবস্থায় কেউ রান্নাঘরের বিদ্যুৎ লাইনের সুইচ অন করে । তা থেকে আগুন ধরে যায় জমা গ্যাসে । সেই আগুন ছড়িয়ে পাশাপাশি তিনটি কাঁচা বাড়ি ও একটি গোয়াল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল । বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে কাটোয়ার সাহেবনগর গ্রামে । সৌভাগ্যক্রমে কোনও প্রাণহানী না হলেও তিন পরিবারের যাবতীয় সামগ্রী ভস্মীভূত হয়ে গেছে । গুরুতর দগ্ধ হয়েছে তিনটি গরু ।
জানা গেছে,অগ্রদ্বীপ পঞ্চায়েতের অন্তর্গত সাহেবনগর গ্রামের বাসিন্দা হামিদুল্লা শেখের বাড়ির রান্নাঘর থেকেই প্রথম আগুন ছড়ায় । পাশেই তাঁদের গরু রাখার চালা । সেই আগুন গোয়াল ও হামিদুল্লার দুই প্রতিবেশী লালবাবু সেখ ও জমির উদ্দিন শেখের কাঁচা বাড়িতে ছড়িয়ে পড়ে । খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন আসে । যদিও তার আগেই বালতি করে জল তুলে আগুন নিভিয়ে ফেলে স্থানীর লোকজন । অগ্নিকাণ্ডের জেরে সর্বসান্ত হয়ে গেছে ওই তিন পরিবার । যদিও পঞ্চায়েতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে ।।