এইদিন ওয়েবডেস্ক,সিতাই(কোচবিহার),১০ নভেম্বর : কেন্দ্রে জোটসঙ্গী সিপিএমের কর্মীদের ধরে পিটিয়ে দিল তৃণমূলের লোকজন । আজ রবিবার দুপুরে কোচবিহারের সিতাইয়ে সিপিএমের পথসভা ছিল । তৃণমূল কর্মীদের মারধরের কারনে সেই সভা বাতিল হয়ে যায় । জানা গেছে, তৃণমূল প্রার্থী সংগীতা রায়ের তফসিলি জাতি পরিচয় নিয়ে ঘটনার সূত্রপাত ।কোচবিহারের ফরওয়ার্ড ব্লক নেতা অক্ষয় ঠাকুর পথসভায় বক্তব্য রাখার সময় এনিয়ে প্রশ্ন তোলেন । তার বক্তব্য তৃণমূলের লোকজনের কানে যেতেই চরম ক্ষুব্ধ হয় তারা । এরপর তারা দলবেঁধে এসে সিপিএমের পথ সভায় হামলা চালিয়ে দেয় ।
ঘটনার বিবরণে জানা গেছে, এলাকার গণ্যমান্য সিপিএমের নেতারা প্লাস্টিকের লাল চেয়ারে বসে অক্ষয় ঠাকুরে বক্তব্য মনযোগ দিয়ে শুনছিলেন । তৃণমূলের লোকেরা এসে তাদের হাত ধরে টেনে তোলে এবং ঘাড় ধাক্কা দিয়ে সভা থেকে দূরে সরিয়ে দেয় । উলটে দেওয়া হয় চেয়ারগুলি । যদিও কয়েকজন পুলিশকর্মী তখন নিরাপত্তার দায়িত্বে ছিলেন । কিন্তু তাদের কার্যত নির্বাক দর্শকের ভূমিকাতেই দেখা যায় বলে অভিযোগ । সভাপন্ড হয়ে যাওয়ার পর বামপন্থীরা তৃণমূলের নিন্দা করে দাবি করেছে রাজ্যে নাকি গণতন্ত্র নেই ।।