এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২১ ফেব্রুয়ারী : বর্তমানে মাধ্যমিকের পরীক্ষা চলছে । বিভিন্ন অনুষ্ঠানে মাইক বাজানোর উপর রয়েছে প্রশাসনিক নিষেধাজ্ঞা । আর সেই নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের “জয়রামপুর বুড়ো পীর বাবা মিলন মেলা উৎসবে” তারস্বরে মাইক বাজিয়ে চটুল গান নাচের আসর বসলো । বুধবার রাতে তারস্বরে মাইক বাজিয়ে কয়েক ঘন্টা ধরে জলসা চলায় বিতর্কের সৃষ্টি হয়েছে ।
আউশগ্রামের জয়রামপুর গ্রামে প্রতিবছর “জয়রামপুর বুড়ো পীর বাবা মিলন মেলা উৎসব”-এর আয়োজন করা হয়। মেলা বসে । সাংস্কৃতিক অনুষ্ঠান হয় । সমস্ত সম্প্রদায়ের মানুষ তাতে অংশগ্রহণ করে । এ বছরেও উৎসবের আয়োজন করা হয়েছে । মঙ্গলবার থেকে শুরু হয়েছে জয়রামপুর বুড়ো পীর বাবার মিলন মেলা। চলবে রবিবার পর্যন্ত৷ এদিকে চলছে মাধ্যমিক পরীক্ষা । বৃহস্পতিবার ছিল মাধ্যমিকের শেষদিন। কিন্তু বুধবার রাতে মাইক বাজিয়ে চটুল গান ও নাচের আসর বসানো হয় মেলা প্রাঙ্গনে । ঘন্টা তিনের ঘরে চলে নাচ গানের আসর । যে কারণে সমস্যায় পড়তে হয় আশপাশের বাসিন্দা মাধ্যমিক পড়ুয়াদের ।
যদিও মেলাকমিটির সভাপতি আনিসুর রহমানের বক্তব্য, এলাকার সমস্ত সম্প্রদায় মানুষ এই মেলায় আনন্দ করার জন্য মুখিয়ে থাকেন । তাই তাদের কথা ভেবে আমরা গানের অনুষ্ঠানের আয়োজন করেছিল । মাধ্যমিক পরীক্ষার্থীদের সমস্যা হোক এটা আমরা চাইনি তাই রাতে নটার পর দুঘন্টা অনুষ্ঠান করেছি।’।