এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ ডিসেম্বর : কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল অরিজিৎ সিংয়ের গাওয়া ‘রঙ দে তু মোহে গেরুয়া’ গান ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায় । অরিজিৎ-এর গাওয়া গানের একটি ক্লিপ টুইটারে শেয়ার করে বিজেপির তথ্য ও প্রযুক্তি বিভাগের সর্বভারতীয় ইনচার্জ অমিত মালব্য লিখেছেন,’কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে, মমতা বন্দ্যোপাধ্যায় অরিজিৎ সিংকে তার পছন্দের একটি গান গাইতে বলেন এবং তিনি বেছে নেন ‘রং দে তু মোহে গেরুয়া’…এটা ছিল সন্ধ্যার উপলব্ধি । মিস্টার বচ্চন থেকে শুরু করে অরিজিৎ, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর বাড়ির উঠোনে দাঁড়িয়ে মনে করিয়ে দিয়েছিলেন যে বাংলার ভবিষ্যৎ গেরুয়া ।’
এদিকে ধর্মীয় উসকানিমূলক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে সম্প্রতি জেলের সাজা কাটানো অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবের আরো একটি ভিডিও টুইটারে শেয়ার করে লিখেছেন,’বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের একটি ভেজাল ভিডিও শেয়ার করেছেন এবং দাবি করেছেন যে বাংলার ভবিষ্যত সম্পর্কে মমতা ব্যানার্জির কাছে বার্তা দিতে ‘গেরুয়া’ গান বেছে নিয়েছেন অরিজিৎ ।’
জুবেরকে উত্তর দিয়েছেন ওয়াল্টার নামে এক ইউজার্স । তিনি লিখেছেন,’কোন ভিডিওটি ভেজাল?
আপনিও মিসেস শর্মার অনুরূপ ভিডিও পোস্ট করেছিলেন,তাতে শুধুমাত্র সেই অংশটি দেখিয়েছিলেন যা আপনার এজেন্ডার জন্য উপযুক্ত । মালব্যও তাই করছেন । অন্তত তাঁর ভিডিও সমাজে বিভেদ ও বিশৃঙ্খলা ছড়াচ্ছে না ।’
প্রসঙ্গত,বৃহস্পতিবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন হয় । ওই অনুষ্ঠানে দেশের নামিদামি অভিনেতা অভিনেত্রী,গায়ক-গায়িকারা উপস্থিত ছিলেন । অরিজিৎ সিংকেও আমন্ত্রণ জানানো হয়েছিল ওই অনুষ্ঠানে । অরিজিৎ বক্তব্য শেষ করার মুহুর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে একটি গান গাওয়ার জন্য অনুরোধ করেন । তখন অরিজিৎ নিজের বাংলা গান ‘বোঝে না সে বোঝে না’ গাওয়ার পর শাহরুখ খানের লিপে তাঁর গাওয়া ‘রং দে তু মোহে গেরুয়া’ গানটি শোনান । মঞ্চে তখন মুখ্যমন্ত্রীর পাশাপাশি শাহরুখ খান,অমিতাভ বচ্চনসহ একঝাঁক তারকা উপস্থিত ছিলেন ।
অরিজিতের ‘গেরুয়া’ গান নিয়ে বিতর্ক প্রসঙ্গে সেনাবাহিনীর প্রাক্তন জেনারেল জিডি বক্সি লিখেছেন,’এটা শাহরুখের সিনেমার গান । অরিজিত তার চামচাগিরি করেছেন, আর কিছু নয় ।’ যদিও তাঁর ‘চামচাগিরি’ শব্দ ব্যবহারের অনেকে প্রতিবাদ করেছেন ।।