এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,১৬ এপ্রিল : বিতর্কিত সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI) কে খুব শীঘ্র নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে কেন্দ্র সরকার । ইতিপূর্বেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) পিএফআইকে নিষিদ্ধ করার সুপারিশ করেছে । এনআইএর ডসিয়ার অনুসারে, পিএফআই হল স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (সিমি) এর নতুন রুপ । ৯/১১ সন্ত্রাসী হামলার পর ২০০১ সালে সিমিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র । এনআইএ জানিয়েছে,সিমি সক্রিয় থাকার সময় যারা ওই সংগঠনটি চালাতো তারাই বর্তমানে চালাচ্ছে পিএফআইকে ।
ইডি তদন্তে জানতে পেরেছে, সিএএ-এনআরসি বিরোধী বিক্ষোভের জন্য তহবিল সংগ্রহে কাজ করছিল এই সংগঠনটি । ২০২০ সালে দিল্লিতে হিন্দু-বিরোধী দাঙ্গায় পিএফআই-এর স্পষ্ট ভূমিকার দিকে ইঙ্গিত করে এমন অনেক প্রমাণ পেয়েছে তদন্তকারী দল । এমনকি গত সপ্তাহে রাম নবমীর সময় ভারতের কিছু অংশে হিংসা ও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির পিছনে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ভূমিকা ছিল বলে জানতে পেরেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি । মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি ভিডি শর্মা দাবি করেছিলেন যে খারগোনায় পাথর নিক্ষেপ ও দাঙ্গার জন্য দায়ী ছিল পিএফআই ।
প্রসঙ্গত, ২০০৬ সালে জন্ম পিএফআইয়ের । তারপর থেকে এটি বিভিন্ন অসামাজিক এবং দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার র্যাডারে ছিল । সলিসিটর জেনারেল তুষার মেহতা ২০২১ সালের এপ্রিল মাসে সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন কেন্দ্র সরকার পিএফআইকে নিষিদ্ধ করার প্রক্রিয়ায় চালাচ্ছে । শেষ পর্যন্ত আগামী সপ্তাহের মধ্যেই কেন্দ্র সরকার এনিয়ে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে বলে খবর ।।
তথ্যসূত্র : ওপি ইন্ডিয়া ।