এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ ডিসেম্বর : আজ বৃহস্পতিবার একদিনের নদীয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । প্রশাসনিক বৈঠক ও নির্বাচনী প্রচার,এক ঢিলে দুই পাখি মারবেন তিনি৷ এদিন সরকারি অনুষ্ঠান থেকে রাজ্যে রাস্তা নির্মাণে ২০ হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা তৈরির প্রতিশ্রুতি দেবেন মমতা । ‘পথশ্রী’ ও ‘রাস্তাশ্রী’ প্রকল্পে প্রায় ৮৪৮৭ কোটি টাকা ব্যায়ে এই রাস্তা তৈরির ঘোষণা করবেন বলে জানা গেছে৷ অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির এই প্রকল্পকে ‘ঢপশ্রী’ আখ্যা দিয়ে বলেছেন যে সিংহভাগ ঠিকাদাররা ২ কিলোমিটার রাস্তা বানাতেও রাজি হচ্ছেন না ।
আজ এক্স-এ রাজ্য সরকারের সম্ভাব্য বিভিন্ন প্রকল্পের টেন্ডারের সংখ্যার একটি তালিকা পোস্ট করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে দরপত্রের দর এত কম যে আবেদনকারীর কোনো খোঁজ মিলছে না ! তার প্রকাশিত তালিকা অনুযায়ী : ম্যাকিনটোশ বার্ন মোট দরপত্র-২৫৮, AOC -১৬, কারিগরি বিবর্তন – ১৪, কারিগরি দরপত্র খোলা-৩৩ । কৃষি শিল্প মোট দরপত্র-৫০৫, AOC-০০ কারিগরি মূল্যায়ন-০০, কারিগরি দরপত্র খোলা – ০০ । WB SRDA মোট দরপত্র-২৬১৭, AOC-০০, কারিগরি মূল্যায়ন-০০, কারিগরি দরপত্র মূল্যায়ন-০০ ।
শুভেন্দু অধিকারী লিখেছেন,’ঢপশ্রী’ প্রকল্পের টেন্ডার এর বাস্তবতা জানান দিচ্ছে যে এই রাজ্য সরকারের ওপর মানুষ আস্থা হারিয়েছে। আজ কৃষ্ণনগরের মঞ্চ থেকে মাননীয়া যতোই হম্বি-তম্বি করুন না কেনো, পথশ্রী প্রকল্পে ২০ হাজার কিলোমিটার রাস্তা দূর অস্ত, এই মেয়াদ উত্তীর্ণ সরকারের বিদায় বেলায় সিংহভাগ ঠিকাদার বন্ধুরা ২ কিলোমিটার রাস্তা বানাতেও রাজি হচ্ছেন না !!!
মিডিয়া রিপোর্টে জানা গেছে যে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বে ২০,৪৭৯টি রাস্তা তৈরির ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী । যার দৈর্ঘ্য প্রায় ২০ হাজার ৩০ কিলোমিটার। এর মধ্যে সব চেয়ে বড় অংশ পঞ্চায়েত দপ্তরের অধীনে। অর্থাৎ গ্রামীণ ক্ষেত্রে ৯,১১৪টি রাস্তা গড়া হবে। সব মিলিয়ে রাস্তার দৈর্ঘ্য হবে প্রায় ১৫,০১১ কিলোমিটার। খরচ হবে প্রায় ৬,৯৮৭কোটি টাকা। এর সঙ্গে যুক্ত রয়েছে শহরাঞ্চলের রাস্তা তৈরির কাজও। কেএমডিএ-এর অধীনে তৈরি হবে ১১,৩৬৫টি রাস্তা। দৈর্ঘ্যের হিসাবে প্রায় ৫,০১৯ কিলোমিটার। ব্যয় ধরা হয়েছে ১,৫০০ কোটি টাকা। কাজ শুরু করার কথা বলা হবে জানুয়ারী মাস থেকে।।

