এইদিন ওয়েবডেস্ক,২৬ মে : প্রতিযোগী ইসরায়েলি । তাই শাস্তির ভয়ে থাইল্যান্ড আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহার করে নিলেন কুয়েতের হুইলচেয়ার ফেন্সার খুলৌদ আল মুতাইরি । মুতাইরিকে কুয়েত জাতীয় দলের (প্রতিবন্ধী) সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় হিসেবে মনে করা হয় । ইতিমধ্যে দেশের হয়ে তিনি বেশ কয়েকবার আন্তর্জাতিক ফোরামে প্রতিনিধিত্ব করেছেন ৷ এই প্রথম কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে তিনি সরে দাঁড়ালেন ৷
প্রসঙ্গত, ইসরায়েলের সাথে কুয়েতের সেভাবে কোনও ধরনের বৈরিতার সম্পর্ক নেই । কিন্তু ইসরায়েল-প্যালেস্টাইন দ্বন্দ্বকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের দেশগুলি ইসরায়েলের বিরুদ্ধে এককাট্টা হয়ে গেছে । এই কারনে কুয়েত ইসরায়েলকে শত্রু রাষ্ট্র হিসাবে মনে করে । ২০২১ সালের মে মাসে কুয়েত জাতীয় পরিষদ সর্বসম্মতিক্রমে একটি খসড়া আইন অনুমোদন করে, যাতে ইসরায়েলের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখার উপর নিষেধাজ্ঞা জারি করা হয় । ইসরায়েলের পরিচয় বহন করে এমন যে কোনো সংস্থা বা ব্যক্তির সাথে সব ধরনের চুক্তি বা সম্পর্ক নিষিদ্ধ করা হয় । কেউ এর অন্যথা করলে যাবজ্জীবন কারাদণ্ড বা ৫ থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং আর্থিক জরিমানা পর্যন্ত করা হয় কুয়েতের আইনে ।
তাই এই শাস্তি থেকে বাঁচতে থাইল্যান্ড আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন কুয়েতের হুইলচেয়ার ফেন্সার খুলৌদ আল মুতাইরি । তবে খুলৌদই প্রথম নন, গত জানুয়ারির শেষদিকে কুয়েতি টেনিস খেলোয়াড় মোহাম্মদ আল আওয়াদিও ইসরায়েলি খেলোয়াড়ের মুখোমুখি হওয়া এড়াতে দুবাইয়ে আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন । একই মাসে ইসরায়েলি লেখকের অংশগ্রহণের কারণে কুয়েতের একটি সাংস্কৃতিক প্রতিনিধি দল এমিরেটস এয়ারলাইন ফেস্টিভ্যাল অব লিটারেচার বয়কট করেছিল । ২০২০ সালের ৭ মার্চ কুয়েতি ওয়াটার স্পোর্টস খেলোয়াড় আব্দুল রাজ্জাক আল বাগলি আবুধাবিতে এমিরেটস ইন্টারন্যাশনাল মোটোসার্ফ চ্যাম্পিয়নশিপ থেকে নিজের নাম প্রত্যাহার করেন । ওই বছর ৪ এপ্রিল একই কারণে কুয়েতি ফেন্সিং খেলোয়াড় মোহাম্মদ আল ফাদলি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিশ্ব ফেন্সিং চ্যাম্পিয়নশিপ থেকে সরে আসেন। এরকম বহু নজির রয়েছে কুয়েতের খেলাধুলার ইতিহাসে ।।