শ্যামসুন্দর ঘোষ,সাতগেছিয়া(পূর্ব বর্ধমান),১০ ডিসেম্বর : রাজ্য সরকার জমি অধিগ্রহণ না করায় নবদ্বীপের সাথে সংযোগকারী রেলসেতু নির্মানের কাজ আটকে আছে বলে অভিযোগ তুললেন বর্ধমান দূর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া । আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি-২ ব্লকে সাতগেছিয়ার একটি কোল্ড স্টোরেজে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিশেষ সাংগঠনিক বৈঠক করেন বিজেপি সাংসদ । তখনই এইদিন-এর সাংবাদিকের একটি প্রশ্নের তিনি বলেন,’এখান থেকে প্রচুর মানুষ নবদ্বীপ ধামে যান । কিন্তু ওখানে ভাগিরথীর উপর রেলসেতুটি সম্পূর্ণ করা যাচ্ছে না জমি অধিগ্রহণের জন্য । রাজ্য সরকার জমি অধিগ্রহণ করছে না । ওই সেতুটি নির্মান হয়ে গেলে বৈষ্ণব ধর্মের বড় পীঠস্থান বলে পরিচিত নবদ্বীপে শ্রদ্ধালু মানুষের যাওয়ার খুব সুবিধা হয় ।’
প্রসঙ্গত,নবদ্বীপ ও কৃষ্ণনগরের মধ্যে একটি সেতু রয়েছে । গৌরাঙ্গ সেতু নামে পরিচিত ৫৮৮ মিটার দীর্ঘ ওই সেতুটি নবদ্বীপ-সংলগ্ন গ্রামাঞ্চল ও বর্ধমানের কালনা শহরের সঙ্গে নবদ্বীপের মধ্যে সড়ক পথে যোগাযোগের অন্যতম মাধ্যম । ওই জায়গায় রেলপথে যোগাযোগ হলে কালনা মহকুমার মানুষের প্রভূত উপকার হবে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের । কিন্তু রেলসেতু নির্মান নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেন বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া ।
বিজেপি সাংসদের বক্তব্য শুনুন
পাশাপাশি তিনি মেমারি-কাটোয়া ভায়া মন্তেশ্বর রেলপথ নিয়ে এদিন বলেন,’এই রুটে রেলপথ নির্মানের দাবি বহু দিনের । সার্ভে করার জন্যেও চেষ্টা করা হয়েছিল । কিন্তু কোনো কারনে সেটা বন্ধ হয়ে যায় । এই এলাকায় রেলপথ স্থানীয় কৃষকদের প্রভূত উপকার হবে । বেকারদের কর্মসংস্থান হবে ।’ বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তরের কাছে নতুন করে দাবি রাখবেন বলে জানিয়েছেন বিজেপি সাংসদ । পাশাপাশি সতীপীঠ নিরোল গ্রামে রেলস্টেশন নির্মানের বিষয়টিও রেলদপ্তরের নজরে আনবেন বলে জানান তিনি ।।