এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ ফেব্রুয়ারী : আজ থেকে শুরু হল কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যাওয়ার সেতু নির্মানের কাজ । বুধবার একটা প্রতিনিধি দল এলাকা পরিদর্শনে আসে ৷ জানা গেছে, প্রস্তাবিত ৪৭৫৭ মিটার লম্বা সেতুটিতে থাকবে চারটি লেন এবং ফুটপাত। দুদিকে গাড়িচলাচলের জন্য থাকছে ৮ মিটার চওড়া রাস্তা,ফুটপাত হবে ১.৫ মিটার চওড়া । সেতুটি নির্মাণের জন্য ১৪৫৯ কোটি ৬২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে । আগামী চার বছরের মধ্যেই এই সেতুর কাজ শেষ হবে, জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা।
আজ বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারী) থেকে আনুষ্ঠানিকভাবে সেতুর কাজ শুরু হওয়ার কথা । তার আগে বুধবার সকাল থেকে সংস্থার আধিকারিকরা কাকদ্বীপ এবংকচুবেড়িয়া এলাকায় সেতুর প্রস্তুতির কাজ খুঁটিনাটি খতিয়ে দেখেন । প্রসঙ্গত,গঙ্গাসাগর থেকে কাকদ্বীপ বা কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যেতে প্রায় এক থেকে দেড় ঘণ্টা নদী পথে ভেসেলই অপেক্ষা করতে হতো তাও জল থাকলে, জল না থাকলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হত নিত্যযাত্রী থেকে তীর্থযাত্রীদের । ফলে তাদের চরম নাকাল হতে হত । সেই কারনে কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যাওয়ার সেতু নির্মানের দাবি উঠছিল বহুদিন ধরে । অবশেষে রাজ্য সরকার সেতু নির্মানের উদ্যোগ নেওয়ায় খুশি এলাকার বাসিন্দারা ।।