এইদিন ওয়েবডেস্ক,কোচিন,১২ ডিসেম্বর : মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন শারীরিকভাবে লাঞ্ছিত করার ষড়যন্ত্র করেছেন বলে অভিযোগ তুলেছেন কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। দিন দুয়েক আগে সিপিএমের ছাত্র সংগঠন স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই) সদস্যরা রাজ্যপালকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ করেছিল । সেই ঘটনায় মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে ‘ছাত্র সংগঠনের আড়ালে শারীরিকভাবে লাঞ্ছিত করার জন্য গুন্ডা পাঠানো’ হয়েছিল বলে অবিহিত করেছে রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান ।
এসএফআই সদস্যরা রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের বিরুদ্ধে প্রতিবাদের সময় তাকে “সংঘ পরিবারের লোক” আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সেনেট পূরণ করার অভিযোগ করেছিল । আর এই অভিযোগে এসএফআই কালো পতাকা প্রদর্শন করে রাজ্যপালের গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ দেখায় ।রাজ্যপাল সোমবার দিল্লির উদ্দেশ্যে বিমানবন্দরে যাওয়ার পথে, এসএফআই সদস্যদের একটি দল তাকে কালো পতাকা নাড়িয়ে, তার গাড়ির কাছে এসে স্লোগান দেয় । আর এতে ক্ষুব্ধ হয়ে আরিফ মোহাম্মদ খান তাঁর গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের কাছে গিয়ে বলেন,’এসো, রক্তচোষারা।’ পরে পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তারা কীভাবে আমার কাছাকাছি এল? এখানে পুলিশ অফিসার কে? যারা আমার গাড়িতে আঘাত করেছে তারা সবাই অপরাধী ।’
এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে দায়ী করে রাজ্যপাল বলেন,’আমি যখন নামলাম,’পুলিশ আমাকে গাড়িতে পাঠাল এবং পালিয়ে গেল। মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দিচ্ছেন তখন বেচারা পুলিশ আর কী করতে পারে। মুখ্যমন্ত্রী ষড়যন্ত্র করছেন। আমাকে এটা পরিষ্কার করতে দিন যে তারা আমাকে শারীরিকভাবে আঘাত করার জন্য এই লোকদের পাঠাচ্ছে… আমাকে শারীরিকভাবে আঘাত করার ষড়যন্ত্র করা মুখ্যমন্ত্রীর কাজ নয় ।’।