এইদিন ওয়েবডেস্ক,শিলং,০৩ মার্চ : বিজেপির সমর্থনে মেঘালয়ে সরকার গঠন করবে কনরাড সঙ্গমের দল এনপিপি । জানা গেছে,সাংমা নিজেই ফোন করে সরকার গঠনের জন্য বিজেপির সমর্থন চেয়েছিলেন । স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে এনিয়ে কথা বলেছেন তিনি। পরে এনপিপিকে বিজেপির সমর্থনের আশ্বাস এবং মেঘালয়ে জোট সরকার গঠন নিশ্চিত করা হয়েছে বলে খবর । শুক্রবার রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে নতুন সরকার গঠনের দাবি জানিয়ে এসেছেন কনরাড সঙ্গম ।
মেঘালয় বিজেপি প্রধান আর্নেস্ট মরি বলেছেন, মেঘালয়ে সরকার গঠনে এনপিপিকে সমর্থন করার পরামর্শ দেওয়া হয়েছে । বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা আমায় ফোন করেছিলেন । এরপর আমি মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে কথা বলি ।’ তিনি আরও জানান, মেঘালয়ে বিজেপি দলের সাথে আলোচনা করার পরে, তিনি রাতেই কনরাড সঙ্গমের কাছে সমর্থনের চিঠি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবেন । উল্লেখ্য,৬০ আসনের মেঘালয় বিধানসভার ৫৯ টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে এনপিপি জোট ৩০ টির বেশি আসনে জয়ী হয়েছে । দুটি আসনে জয়ী বিজেপি প্রার্থীরা ।।