এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৭ আগস্ট : নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির গুরুতর অভিযোগ তুলে ফেঁসে গেলেন কংগ্রেসের ‘যুবরাজ’ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী । আজ বৃহস্পতিবার রাহুল গান্ধী একটা সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছেন যে মহারাষ্ট্রে ভোটার তালিকায় ৪০ লক্ষ সন্দেহজনক ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে। এর সাথে তিনি আরও যোগ করেছেন যে গত ৫ মাসে মহারাষ্ট্রে যুক্ত ভোটারের সংখ্যা গত ৫ বছরে যুক্ত ভোটারের চেয়ে বেশি। এদিকেব রাহুল গান্ধীর এই অভিযোগের মধ্যেই কর্ণাটক নির্বাচন কমিশনের প্রধান নির্বাচনী কর্মকর্তা রাহুল গান্ধীকে একটি চিঠি লিখে ভোটার তালিকার সম্পূর্ণ তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছেন। পাশাপাশি কমিশনের রিটার্নিং অফিসার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে চিঠিতে অভিযোগের ব্যাখ্যা চেয়েছেন ।
এই চিঠিতে তিনি লিখেছেন,’আমরা জানতে পেরেছি যে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী একটি সাংবাদিক সম্মেলন করেছেন এবং অনুচ্ছেদ ৩-এ উল্লিখিত ভোটার তালিকায় অযোগ্য ভোটারদের অন্তর্ভুক্তি এবং যোগ্য ভোটারদের বাদ দেওয়ার কথা উল্লেখ করেছেন। আপনাকে ভোটার নিবন্ধন বিধি,১৯৬০-এর নিয়ম ২০(৩)(বি)-এর অধীনে সংযুক্ত ঘোষণাপত্র/হলফনামা স্বাক্ষর করতে এবং ভোটারদের নাম দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে, যাতে এই ধরনের ভোটারদের বিরুদ্ধে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নিতে পারে।’
এদিকে কমিশনের চিঠি পেতেই ঢোঁক গিলছেন রাহুল গান্ধী । তিনি সংবাদমাধ্যমের কাছে তার প্রতিক্রিয়ায় একবারও উল্লেখ করেননি যে তিনি নির্বাচন কমিশনের চাওয়া তালিকায় স্বাক্ষর করবেন কিনা । পাশাপাশি ভোটার তালিকায় কারচুপির বিষয়টি নিয়ে কমিশনের কাছে অভিযোগ জানাবেন কিনা,সাংবাদিকের এই প্রশ্নের উত্তরও এড়িয়ে গেছেন তিনি । রাহুল গান্ধী এর উত্তরে শুধু বলেছেন,’আমি দেশের যুব সমাজকে এই দুর্নীতির বিষয়ে জানাতে চাই ।’
প্রসঙ্গত,ইতিপূর্বেও উড়োটপকা মন্তব্য করে অপদস্ত হয়েছেন রাহুল গান্ধী । আলু থেকে সোনা বানানোর মেশিনের কথা বলে তিনি দেশের সামনে নিজেকে হাস্যাস্পদ করে তুলেছিলেন । এই কারনে নেটিজেনরা তাকে “পাপ্পু” সম্বোধন করে বিদ্রুপও করে।।

