এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১০ জুন : মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিনেই খুনোখুনি শুরু হল মুর্শিদাবাদে । শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদের খড়গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক কংগ্রেস কর্মী । পুলিশ জানিয়েছে মৃতের নাম ফুলচাঁদ শেখকে (৪২) । জনা পনেরো দুষ্কৃতী তার উপর চড়াও হয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে বলে অভিযোগ । এদিকে খুনের ঘটনার পর গভীর রাতে ৩ জনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাদের মধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের নাম ধৃতদের নাম কাজল শেখ ও সফিক শেখ । তাদের বাড়ি রতনপুর গ্রামে বলে জানিয়েছে পুলিশ ।
এদিকে এই ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছে । ঘটনার প্রতিক্রিয়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেছেন,’খড়গ্রামে পুলিশের সক্রিয় মদতে তৃণমূলের হার্মাদ বাহিনী পরিকল্পিতভাবে কংগ্রেস কর্মীদের উপর হামলা করেছে । সেই হামলায় ফুলচাঁদ শেখ নামে একজন কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে । মনিকা বিবি নামে একজন হাসপাতালে ভর্তি আছে । মিয়াজুল শেখ নামে আরও একজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে । বাংলায় পঞ্চায়েত নির্বাচনে আগামী দিনে যে রক্তাক্ত হতে চলেছে তা স্পষ্ট । মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনেই তার ইঙ্গিত দিয়ে দিল । ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি হতে পারে বলে আমি আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম ।’
মৃতের পরিবারের অভিযোগ,শুক্রবার সন্ধ্যায় স্থানীয় তৃণমূল নেতা রফিকের নেতৃত্বে দলবল ফুলচাঁদ শেখের উপর চড়াও হয় । তারা ফুলচাঁদকে লক্ষ্য করে খুব কাছ থেকে ৬ রাউন্ড গুলি চালায় । গুলি ফুলচাঁদের শরীরে এসে লাগে । তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে খড়গ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর কান্দি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার ।।