এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,০৩ ডিসেম্বর : রাহুল গাঁধির প্রচারের জোরে নয়,বরঞ্চ কর্ণাটক থেকে পাঠানো টাকার জোরেই তেলেঙ্গানায় কংগ্রেস জিতেছে বলে দাবি করলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী । ১১৯ আসন বিশিষ্ট তেলেঙ্গানায় এখনো পর্যন্ত ৬৪ টি আসনে এগিয়ে আছে কংগ্রেস । অবশ্য বিজেপিও তেলেঙ্গানায় ভালো ফলাফল করছে । বিজেপি ৮ থেকে ১০ টি আসনে এগিয়ে আছে ।
এদিন কুমারস্বামী বলেন,’তেলেঙ্গানায় কংগ্রেসের কোনো ক্ষমতা নেই ।’ তিনি রাহুল গাঁধি ও কর্ণাটকের কংগ্রেস নেতাদের তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের প্রচারে অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে বলেন,’ রাজ্য নেতা এবং স্থানীয় নেতারা প্রচারণা চালানোর কারণে তারা জেতেনি,বরঞ্চ কর্ণাটক থেকে পাঠানো অর্থ দিয়ে কংগ্রেস তেলেঙ্গানায় জিতেছে । এখান থেকে পাঠানো টাকার ব্যাগগুলি হল জেতার কারন ।’ এরপর কুমারস্বামী এক্সিট পোলের প্রসঙ্গে বলেন,’ এক্সিট পোল বলেছিল যে কংগ্রেস ২ রাজ্যে এবং বিজেপি ২ রাজ্যে জিতবে । কিন্তু সেই ভবিষ্যৎবানী মিথ্যা প্রমাণিত হয়েছে ।’।