এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০১ জুন : আজ শনিবার লোকসভা নির্বাচন ২০২৪-এর সপ্তম তথা শেষ দফার ভোট চলছে । ভোটপর্ব মিটতেই রাত থেকেই টিভিতে শুরু হবে লোকসভা নির্বাচন সমীক্ষা । রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে বিভিন্ন চ্যানেলে সম্প্রচারিত হবে এক্সিট পোল। কিন্তু তার আগেই কংগ্রেস জানিয়ে দিয়েছে যে তারা টিভি চ্যানেলের বিতর্ক অনুষ্ঠানে অংশ নেবে না ।কংগ্রেস টিভি চ্যানেলে লোকসভা নির্বাচনের এক্সিট পোল বিতর্কে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বলেছে যে তারা টিআরপি-র জন্য জল্পনা-কল্পনায় জড়িত হতে চায় না।
এই প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র তথা মিডিয়া বিভাগের সভাপতি পবন খেরা বলেছেন,’ভোটাররা তাদের ভোট দিয়েছেন এবং তাদের রায় নিশ্চিত। ফল প্রকাশ হবে ৪ জুন। তার আগে, টিভি চ্যানেলের টিআরপির জন্য আমাদের জল্পনা-কল্পনা এবং ব্যাকবিটিং প্রোগ্রামে লিপ্ত হওয়ার কোনও কারণ নেই । পবন খেরা এই বিষয়ে টুইট করেছেন,’ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি) এক্সিট পোল আলোচনায় অংশ নেবে না। যে কোন আলোচনার উদ্দেশ্য হল মানুষকে জানানো। আমরা আনন্দের সাথে ৪ জুন থেকে আলোচনায় অংশ নেব ।’ কংগ্রেস দলের মধ্যে আলোচনার পরেই পবন খেরা এই বিবৃতি দিয়েছেন বলে মনে করা হচ্ছে ।।