এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,২৪ জুলাই : রাজ্যের রাজনৈতিক হিংসা কবলিত জেলাগুলির মধ্যে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা । পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে এই জেলায় শুরু হয়েছে উত্তেজনা । এখনো তার জের অব্যাহত রয়েছে । এবারে মুর্শিদাবাদের কংগ্রেস- তৃণমূলের দেদার বোমাবাজির ঘটনা ঘটেছে । এমনকি বোমা বিস্ফোরণে হাত-পা উড়ে গেছে কংগ্রেসের এক কর্মীর । রবিবার রাতে ঘটনাটি ঘটেছে রানিনগরের ডেপুটিপাড়া এলাকায় । আহত কংগ্রেস কর্মীর নাম রেন্টু শেখ । জখম হয়েছে আততারি মণ্ডল নামে এক তৃণমূল কর্মীও । আহতদের প্রথমে রানিনগরের (Raninagar) গোধনপাড়া ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তাদের স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ তবে আহত কংগ্রেস কর্মীর অবস্থা গুরুতর হওয়ায় আজ সোমবার সকালে তাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছে ।
এনিয়ে কংগ্রেস-তৃণমূলের মধ্যে শুরু হয়ে গেছে চাপানউতোর । কংগ্রেসের অভিযোগ,পঞ্চায়েতে কংগ্রেস-সিপিএম জোট প্রার্থী জয়ী হয়েছে । আর সেই আক্রোশে তৃণমূলের লোকজন রবিবার রাতে বিনা প্ররোচনায় কংগ্রেস কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাজির পাশাপাশি গুলি চালায় । পালটা কংগ্রেসের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব ।
প্রায় একই সময়ে সুতি-২ ব্লকের উমরাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান মজিবুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । জখম ব্যক্তি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস । এদিকে মুর্শিদাবাদের ফরাক্কায় বিপুল পরিমাণে বোমা উদ্ধার হয়েছে । ফরাক্কা থানার মহেশপুর পঞ্চায়েতের শিবতলা এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৩০ টি তাজা বোমা ও বোমার মশলা উদ্ধার করেছে পুলিশ । পুলিশ এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে । এদিকে মূর্শিদাবাদে নতুন করে রাজনৈতিক হিংসা মাথাচাড়া দেওয়া ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় ।।