এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৬ জুলাই : ন্যাশনাল হেরাল্ড পত্রিকার অর্থপাচার মামলায় আজ ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(ইডি) মুখোমুখি হতে চলেছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী । মঙ্গলবার বিকেলে ইডি-র সামনে তিনি হাজির হতে পারেন বলে খবর । উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলায় ইয়াং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের আর্থিক অনিয়মের তদন্ত করছে ইডি । সোনিয়া এবং রাহুল গান্ধী ইয়ং ইন্ডিয়ার মালিক এবং সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডারদের মধ্যে অন্যতম । ছেলের মতোই কংগ্রেস সভাপতিরও ৩৮ শতাংশ শেয়ার রয়েছে ।এর আগে ২১ জুলাই সোনিয়া গান্ধীকে জেরা করেছিল ইডি । ২৮ টি প্রশ্নের উত্তর জানতে তাঁকে দুই ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় ।সোমবার ইডি তাঁকে ফের তলব করেছিল পরে তা একদিন পিছিয়ে দেওয়া হয় ।
এদিকে সোমবার সন্ধ্যায় দিল্লিতে দলের সদর দফতরে কংগ্রেসের সাধারণ সম্পাদক, রাজ্যের ইনচার্জ এবং দলের সাংসদদের একটি বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে পরবর্তী কৌশল নিয়ে আলোচনা করা হয় । কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বলেছেন,কংগ্রেস রাজঘাটে ‘সত্যাগ্রহ’ করতে চেয়েছিল, কিন্তু দিল্লি পুলিশের কাছ থেকে অনুমতি পাওয়া যায়নি এবং সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে । তিনি বলেন,’মোদি সরকার আমাদের মাথা নত করাতে পারবে না।’ দলের নেতা-কর্মীরাও সোনিয়া গান্ধীর পাশে থাকার বার্তা দিতে এদিন কংগ্রেস সদর দফতরে তারা বিক্ষোভ করবে বলে খবর ।।