এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,২৫ জুন : বকরিদের সময় কেউ গরু উদ্ধার করতে গেলে তাদের লাথি মেরে জেলে ঢোকানোর নিদান দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের ছেলে প্রিয়াঙ্ক খাড়গে । প্রিয়াঙ্ক খাড়গে বর্তমানে কর্ণাটকের তথ্যপ্রযুক্তি ও বায়োটেকনোলজির মন্ত্রীর দায়িত্বে রয়েছেন । তিনি মূলত গো-রক্ষক এবং বজরং দলকে নিশানা করেই এই কথাগুলি বলেছেন বলে জানা গেছে । আসলে ঈদুল আজহা বা বকরি ঈদ নিয়ে কর্ণাটকের কালাবুর্গী জেলায় পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠক করেন প্রিয়াঙ্ক খাড়গে । এই বৈঠকে বজরং দলের নাম না নিয়ে তিনি হুমকি দিয়ে বলেন,’যারা শাল পরে আইন নিজের হাতে তুলে নেয় এবং বলে যে তারা এই দলগুলির, তাদের লাথি মেরে জেলে ঢোকান । কেউ যদি স্বঘোষিত নেতা হয়ে সাম্প্রদায়িক সমস্যার নামে বিষ ছড়ায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি অপ্রয়োজনীয় সাম্প্রদায়িক দাঙ্গা চাই না ।’
উল্লেখ্য,কর্ণাটকের পশুপালন মন্ত্রী কে ভেঙ্কটেশ মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোহত্যা বিরোধী আইন প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিলেন । তার যুক্তি ছিল যে বর্তমান গরু জবাই বিরোধী আইনে গরু জবাই না হলেও মহিষ জবাই করার বিধান রয়েছে ।’
সেই সঙ্গে মহিষ জবাই করা গেলে কেন গরু জবাই করা যাবে না তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি । ভেঙ্কটেশ বলেন,’যখন মহিষ জবাই করা যায় তাহলে গরু কেন জবাই করা যাবে না ? এই আইনের কারণে অনেক কৃষক সমস্যায় পড়েছেন । আমি নিজেও গরু লালন-পালন করেছি এবং গরু মারা গেলে কবর দিতে গিয়ে হিমশিম খেয়েছি ।’ বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন কর্ণাটকের পশুপালন মন্ত্রী ।।