এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৬ ডিসেম্বর : ফিলিস্তিনি সন্ত্রাসী সংগঠন হামাস ইসরাইলের যুদ্ধের মাঝে ভারতের কট্টর ইসলামী মৌলবাদী দল সর্বভারতীয় মজলিসে-ই- ইত্তেহাদুল মুসলেমীন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি একবার সংসদে ‘জয় ফিলিস্তিন’ স্লোগান দিয়েছিলেন । প্রায় একই পথ অনুসরণ করলেন কেরালার ওয়ানাডের সাংসদ এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা । আজ সোমবার তিনি যে ব্যাগটি নিয়ে গিয়েছিলেন সাথে করে সেই ব্যাগটি বিতর্কে সৃষ্টি করেছে । কারণ তাতে লেখা ছিল ‘প্যালেস্টাইন’ । অর্থাৎ,ওয়াইসির সুরে সুর মিলিয়েই কার্যত তিনি হামাসের পাশেই দাঁড়িয়েছেন বলে মনে করছে অনেকে । কংগ্রেসের সাংসদের ডান কাঁধে ঝোলানো ব্যাগের ছবিটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। প্রিয়াঙ্কা গান্ধী সংসদে যে ব্যাগটি নিয়ে গিয়েছিলেন তাতে একটি তরমুজ সহ ফিলিস্তিনিদের সাথে হামাসের প্রতীক ছিল। যেটি তাদের দীর্ঘদিনের স্বীকৃত আইকন। উল্লেখ্য, প্রিয়াঙ্কা গান্ধী দীর্ঘদিন ধরে ফিলিস্তিনকে সমর্থন করে আসছেন এবং বহুবার গাজার সংঘাতের তীব্র বিরোধিতা প্রকাশ করেছেন। কংগ্রেসের মুখপাত্র শামা মহম্মদ সংসদ কমপ্লেক্সে প্রিয়াঙ্কা গান্ধীর ব্যাগ বহনের এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
প্রিয়াঙ্কা গান্ধীর ব্যাগের এই ছবিটি এমন সময়ে প্রকাশিত হয়েছে যখন ফিলিস্তিন দূতাবাসের ইনচার্জ আবেদ আলরাজেগ আবু জাজারের সাথে একটি বৈঠকের সময় প্রিয়াঙ্কা গান্ধীকে কালো এবং সাদা কেফিয়াহ (একটি ঐতিহ্যবাহী ফিলিস্তিনি হেড স্কার্ফ) পরা অবস্থায় দেখা গেছে। দিল্লিতে নিজের বাড়িতে অনুষ্ঠিত এই বৈঠকে কেরালার ওয়ানাড থেকে নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রিয়াঙ্কা গান্ধীকে অভিনন্দন জানান জাজার। বৈঠকের সময়, ফিলিস্তিনি কূটনীতিক কংগ্রেস নেতাকে বলেছিলেন যে গাজায় যুদ্ধবিরতির পক্ষে ওকালতি করতে এবং যুদ্ধ -বিধ্বস্ত ভূখণ্ডের পুনর্গঠনে সহায়তা করার জন্য ভারতকে ভূমিকা পালন করতে হবে।
প্রিয়াঙ্কা গান্ধী বেশ কয়েকবার গাজায় ইসরায়েলের পদক্ষেপের সমালোচনা করেছেন। গত বছরের অক্টোবরে তিনি গাজায় সামরিক অভিযানের সময় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলেন। এই বছরের শুরুর দিকে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কর্মকাণ্ডের নিন্দা করেন এবং বিশ্বের দেশগুলোর প্রতি তাদের নিন্দা করার আহ্বান জানান।
প্রসঙ্গত, বিগত উপনির্বাচনে কেরালার ওয়ানাড থেকে জিততে অটো ইসলামী মৌলবাদী দল জামাতে ইসলামির সাহায্য নেওয়ার অভিযোগ উঠেছিল প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রার বিরুদ্ধে । অভিযোগটি করেছিলেন খোদ কেরালার মুখ্যমন্ত্রী । এই সেই জামাত ইসলামি যারা বাংলাদেশে হিন্দুদের নরসংহার করছে । সঙ্গত কারণেই কংগ্রেসের এই প্রকার মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে ।।