এইদিন ওয়েবডেস্ক,লুধিয়ানা,১৪ জানুয়ারী : “ভারত জোড়ো যাত্রা”য় অংশগ্রহণকারী কংগ্রেস সাংসদের হৃদরোগে মৃত্যু হল । নিহত কংগ্রেস নেতা হলেন সন্তোখ সিং চৌধুরী (৭৭) । তিনি পাঞ্জাবের জলন্ধরের সাংসদ ছিলেন । জলন্ধর জেলার ফিল্লাউর এলাকা দিয়ে রাহুল গান্ধীর এই যাওয়ার সময় এই ঘটনা ঘটে । ফিল্লাউর বিধানসভা কেন্দ্রে ভারত জোড়ো যাত্রার দেখভাল করছেন সন্তোখ সিং চৌধুরীর (Santokh Singh Chaudhary) ছেলে বিক্রমজিৎ চৌধুরী । রাহুল গান্ধীর সঙ্গে স্থানীয় একটি কুষ্ট আশ্রম থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংসদ সন্তোখ সিং হৃদরোগে আক্রান্ত হন । তাকে তড়িঘড়ি লুধিয়ানার ভির্ক হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু চিকিৎসার তাকে মৃত বলে ঘোষণা করেন । আপাতত ভারত জোড়ো যাত্রা স্থগিত করা হয়েছে । উল্লেখ্য,সন্তোখ সিং ২০১৪ এবং ২০১৯ সালে দু’বার কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে জিতেছিলেন । এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাহুল গান্ধী, এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাড়গে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ।।