এইদিন ওয়েবডেস্ক,চেন্নাই,০৮ এপ্রিল : রাহুল গান্ধীকে সাজা দেওয়া বিচারকের জিভ কাটার হুমকি দিল তামিলনাড়ুর এক কংগ্রেস নেতা । তামিলনাড়ু কংগ্রেসের ডিন্ডিগুল জেলা সভাপতি মণিকন্দন বলেছেন যে ২৩ মার্চ সুরাট আদালতের বিচারক আমাদের নেতাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন । শুনুন, বিচারপতি ভার্মা, কংগ্রেস সরকার এলে আমরা আপনার জিভ কেটে দেবো ।
রাহুল গান্ধী ২০১৯ সালের ১৩ এপ্রিল মোদি উপাধি নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন । কর্ণাটকের এক নির্বাচনী সমাবেশে রাহুল গান্ধী মোদি উপাধির লোকেরাই “কেন চোর হয়” বলেছেন। গুজরাটের বিধায়ক পূর্ণেশ মোদী রাহুল গান্ধীর বিরুদ্ধে মোদী উপাধি নিয়ে এই বিতর্কিত মন্ত্রব্যের জন্য একটি মানহানির মামলা দায়ের করেছিলেন । চলতি বছরের ২৩ মার্চ গুজরাটের সুরাটের একটি আদালতের বিচারক এইচ ভার্মা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেন । এই সিদ্ধান্তের জেরে লোকসভার সদস্যপদ হারাতে হয় রাহুল গান্ধীকে ।
এদিকে রাহুল গান্ধীর সদস্যপদ নিয়ে দেশজুড়ে বিক্ষোভ করছে কংগ্রেস। তামিলনাড়ুর ডিন্ডিগুলে দলের এসসি, এসটি সংগঠন বিক্ষোভ করেছে । ডিন্ডিগুল কংগ্রেসের জেলা সভাপতি মণিকন্দনের বিচারপতির জিভ কেটে নেওয়ার হুমকি নতুন বিতর্কের জন্ম দিয়েছে । যদিও তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে ।।