এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৫ আগস্ট : বিজেপি শাসিত রাজ্যগুলিতে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের ব্যাপক ধরপাকড় অভিযান চলছে । পাশাপাশি তাদের বাংলাদেশে পুশ ব্যাক করা হচ্ছে । এসব দেখে কংগ্রেস নেত্রী সৈয়দা হামিদ খুব কষ্টে আছেন । কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ কর্তৃক নিযুক্ত পরিকল্পনা কমিশনের প্রাক্তন সদস্য ছিলেন সৈয়দা হামিদ । তিনি আসামসহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে “অপারেশন সাফাই” অভিযানে ক্ষোভ প্রকাশ করে বলছেন, ‘চারিদিকে বস্তি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে । দিল্লিতেও হচ্ছে । বাংলাদেশি হওয়াটা কি দোষ ? তারাও মানুষ। ভারত একটা বিশাল দেশ । বাংলাদেশিদের ভারতে থাকার অধিকার আছে। বাংলাদেশিরাও আসামে থাকতে পারে।’
তিনি বলেছেন,আল্লাহ এই জমি মানুষের জন্য সৃষ্টি করেছেন । ওদের সাথে অন্যায় হচ্ছে ।’ এদিকে তার এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে৷ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন,’অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলমানদের প্রতি যদি এতই দরদ আপনার, তাহলে তাদের আপনার বাড়িতে রাখুন ।’
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে পরিকল্পনা কমিশনের সদস্য সৈয়দা হামিদকে নিশানা করে হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন, সৈয়দা হামিদের মতো লোকেরা, যারা গান্ধী পরিবারের ঘনিষ্ঠ, তারা অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়। তারা জিন্নাহর স্বপ্ন পূরণ করতে চায়। এই লোকেরা আসামকে পাকিস্তানের অংশ করতে চায়। আসামের পরিচয় ঝুঁকির মুখে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, আসামকে বাঁচাতে তিনি শেষ বিন্দু পর্যন্ত লড়াই করবেন।
সৈয়দা হামিদ একটি প্রতিনিধিদল নিয়ে আসাম সফর করেন এবং মূলত সেইসব এলাকা পরিদর্শন করেন যেখানে সরকার তাদের উচ্ছেদ করেছে। এই সময় গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সৈয়দা হামিদ বলেন, ‘বাংলাদেশী হওয়া কি দোষ নাকি ? তারাও মানুষ। ভারত বিশাল ভুখন্ড, বাংলাদেশীদেরও এখানে থাকার অধিকার আছে । তারা কারো অধিকার কেড়ে নেয়নি, কিন্তু সরকার বলছে যে তারা অন্যদের অধিকার কেড়ে নিচ্ছে। হামিদ বলেন, এটা খুবই অন্যায় এবং মানবতার জন্য ক্ষতিকর। তারাও মানুষ, আল্লাহ এই পৃথিবী মানুষের জন্য সৃষ্টি করেছেন, শয়তানের জন্য নয়। যদি কোন মানুষ কোথাও বাস করে, তাহলে তাকে কেন নির্মমভাবে উচ্ছেদ করা হবে ?’

